বিজিবির নতুন ডিজি সাফিনুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৭:০৬ পিএম, ২০ মার্চ ২০১৮

সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড অব বাংলাদেশ (বিজিবি)-এর নতুন মহাপরিচালক (ডিজি) নিয়োগ পেয়েছেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল মো. সাফিনুল ইসলাম।

এ সেনা কর্মকর্তাকে প্রেষণে মহাপরিচালক নিয়োগ দিয়ে তার চাকরি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগে ন্যস্ত করে মঙ্গলবার আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

এর আগে গত ৭ মার্চ বিজিবির ডিজি মেজর জেনারেল আবুল হোসেনকে সেনাবাহিনীতে ফিরিয়ে নেয়া হয়।

মেজর জেনারেল সাফিনুল ১৯৬৬ সালের ২ মার্চ জয়পুরহাট জেলায় জন্মগ্রহণ করেন। তিনি ১৯৮৪ সালের ২৫ জুন বাংলাদেশ মিলিটারি একাডেমিতে যোগ দেন, ১৯৮৬ সালে ২৭ জুন কর্পস অব ইনফেনট্রিতে কমিশন লাভ করেন।

২০১৬ সালের ১৮ ফেব্রুয়ারি থেকে চা বোর্ডের চেয়ারম্যানের দায়িত্ব পালন করছিলেন সাফিনুল ইসলাম। এর আগে তিনি যশোরের ১০৫ পদাতিক ব্রিগেডের কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন।

চা বোর্ডে নতুন চেয়ারম্যান

একই আদেশে চা বোর্ডে নতুন চেয়ারম্যান নিয়োগ পেয়েছেন মেজর জেনারেল মো. জাহাঙ্গীর আল মুস্তাহিদুর রহমান। প্রেষণে এই নিয়োগ দিয়ে মুস্তাহিদুর রহমানকে বাণিজ্য মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।

আরএমএম/জেএইচ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।