বদলি হচ্ছেন ২০ সাব-রেজিস্ট্রার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৬:২৩ পিএম, ২০ মার্চ ২০১৮

নিবন্ধন অধিদফতরের ২০ জন সাব-রেজিস্ট্রারকে বদলি করা হচ্ছে। আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয় মঙ্গলবার বদলি-সংক্রান্ত ফাইল অনুমোদন দিয়েছে। নিবন্ধন অধিদফতরের মহাপরিদর্শককে ১ এপ্রিলের মধ্যে এই ২০ জন সাব-রেজিস্ট্রারকে বদলি করে আদেশ জারি করতে বলা হয়েছে।

মহাপরিদর্শকের কাছে পাঠানো আইন ও বিচার বিভাগের অফিস আদেশ অনুযায়ী, সাব-রেজিস্ট্রার মো. কামরুল হাসানকে শরীয়তপুরের ভেদরগঞ্জ থেকে জামালপুরের মেলান্দহ, জুয়েল মিয়াকে শেরপুরের শ্রীবর্দী থেকে ঝিনাইগাতি, আব্দুর রহমান ভূঁইয়াকে শেরপুরের ঝিনাইগাতি থেকে শ্রীবর্দী, আব্দুর রশিদ মণ্ডলকে দিনাজপুরের ফুলবাড়ী থেকে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ, মো. আকবর আলীতে খুলনার পাইকগাছা থেকে কুমিল্লার চৌদ্দগ্রাম, হীরেন্দ্র নাথ মিস্ত্রীকে নড়াইল সদর থেকে পিরোজপুরের স্বরূপকাঠি, মো. মোজহারুল ইসলামকে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ থেকে টাঙ্গাইলের মির্জাপুর, গাজী মো. আব্দুল করিমকে রাজবাড়ী সদর থেকে কুমিল্লার চান্দিনা, মো. ইউনুসকে জামালপুরের মাদারগঞ্জ থেকে সিলেটের তাজপুর ও কানিজ ফাতেমাকে সিলেটের তাজপুর থেকে ফরিদপুরের ভাঙ্গায় বদলি করা হয়েছে।

এছাড়া আবু বকর সিদ্দিক সিলেট সদর থেকে বগুড়ার শিবগঞ্জ, শামিমা পারভীন বগুড়ার শিবগঞ্জ থেকে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে, মো. আবু তালেব কুমিল্লার চৌদ্দগ্রাম থেকে চট্টগ্রামের হাটহাজারী, শাহ আব্দুল আরিফ সুনামগঞ্জ সদর থেকে গোপালগঞ্জের মুকসুদপুর, গোলাম মাহবুব ফরিদপুরের ভাঙ্গা থেকে রাজবাড়ী সদর, মু. শাহাদাৎ হোসেন শরীফ শরীয়তপুরের নড়িয়া থেকে ঢাকার সূত্রাপুর, আব্দুল্লাহ আল ইমাম কিশোরগঞ্জের মিঠামইন থেকে কিশোরগঞ্জের কুলিয়ারচর, এসএম রুবেল পারভেজ রাজবাড়ীর গোয়ালন্দঘাট থেকে ফরিদপুরের নগরকান্দা, সুখ রঞ্জন রায়কে ফরিদপুরের নগরকান্দা থেকে কুমিল্লার লাকসাম ও মনিরুল হাসানকে ঢাকার সূত্রাপুর থেকে চাঁদপুরের মতলব উত্তরে সাব-রেজিস্ট্রার হিসেবে বদলি হয়েছেন।

আরএমএম/জেএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।