জাতিসংঘে নেলসন ম্যান্ডেলা দিবস পালিত


প্রকাশিত: ০১:০৩ পিএম, ২৫ জুলাই ২০১৫

জাতিসংঘ সাধারণ পরিষদ গত ১৮ জুলাই প্রথমবারের মতো নেলসন ম্যান্ডেলা পুরস্কার প্রদানের মাধ্যমে নেলসন ম্যান্ডেলা আন্তর্জাতিক দিবস পালন করেছে। প্রথম দুই পুরস্কার বিজয়ী হলেন- নামিবিয়ার প্রখ্যাত চক্ষু চিকিৎসক ডা. হেলেনা নদুমে এবং পর্তুগালের সাবেক প্রেসিডেন্ট জর্জ ফার্নান্দো ব্র্যাংকো সাম্পাইয়ো।

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি ও উগান্ডার প্রধানমন্ত্রী রেভারেন্ড জেসি জ্যাকসন এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি এবং এশিয় গ্রুপের চেয়ারম্যান ড. এ. কে আবদুল মোমেন অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

এসআইএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।