অর্থনীতির চাকাকে আরো বেগবান করতে হবে : ডেপুটি স্পিকার
ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া অর্থনৈতিক উন্নয়নে দেশের যুব সমাজকে মূল শক্তি উল্লেখ করে বলেছেন, যুবকদের যথযথ কর্মসংস্থানের মাধ্যমে জাতীয় অর্থনীতির চাকাকে আরো বেগবান করতে হবে। তিনি বলেন, এর মাধ্যমেই সরকার ঘোষিত ভিশন ২০২১ এবং ২০৪১ দ্রুত বাস্তবায়ন সম্ভব হবে।
শনিবার রাজধানীর ফার্মগেইটে দি ডেইলি স্টার সেন্টারে অনুষ্ঠিত ‘হ্যারনেসিং দ্যা পাওয়ার অব দ্যা ইয়াং’ শীর্ষক গোলটেবিল আলোচনা সভা ডেপুটি স্পিকার এ কথা বলেন । ইউএনএফপিএ ও ডেইলি স্টার যৌথভাবে এ গোলটেবিল বৈঠকের আয়োজন করে।
ডেপুটি স্পিকার বলেন, তথ্য প্রযুক্তি নির্ভর এই যুগে যুবকরা প্রবীণদের তুলনায় অনেক বেশি প্রগতিশীল চিন্তা-চেতনার অধিকারী। তাই নীতি নির্ধারণের ক্ষেত্রে যুবকদের সম্পৃক্ত করতে হবে।
তিনি বলেন, প্রশিক্ষিত যুবকদের বিদেশে পাঠালে তারা বিশ্ব বাজারে মর্যাদার সাথে কাজ করতে পারবে এবং চীন, ভারত ফিলিপাইন এর যুবকদের থেকে বেশি বেতনে চাকরি করতে পারবে। তিনি সাধারণ শিক্ষার চেয়ে কারিগরি শিক্ষার উপর অধিক গুরুত্বারোপ করেন ।
ডেপুটি স্পিকার শুধুমাত্র চাকরি নির্ভর না হয়ে সরকার কর্তৃক প্রদত্ত সুযোগ সুবিধাকে কাজে লাগিয়ে আত্মকর্মসংস্থান সৃষ্টি করতে যুব সমাজের প্রতি আহ্বান জানান। অশিক্ষিত বেকার যুবকদের সম্পদে পরিণত করতে তাদের কর্মমুখী প্রশিক্ষণ দিয়ে জাতীয় আয়ে সম্পৃক্ত করার প্রতি তিনি গুরুত্বারোপ করেন।
এক্ষেত্রে সরকারের পাশাপশি সকল বেসকারি ও ব্যক্তি উদ্যেগে গড়ে ওঠা প্রতিষ্ঠানগুলোকে দেশের স্বার্থে একযোগে কাজ করতে তিনি আহ্বান জানান।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফসর নুরুন্নবী, পরিবার পরিকল্পনা অধিদফতরের পরিচালক মো. নুর হোসেন তালুকদার, আইএলও প্রতিনিধি হরিপদ দাস, ইউনিসেফ প্রতিনিধি এ্যামি ডেলনিউভেল, প্লানিং বাংলাদেশ প্রতিনিধি সৌম্য গুহ, কার্ডিফ ইন্টাঃ স্কুল এর প্রিন্সিপল জি এম নিজাম উদ্দিন, শিক্ষা মন্ত্রণালয়ের ডাইরেক্টও প্লানিং ড. জাহাঙ্গীর হোসেন।
এছাড়া বিভিন্ন সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, যুব উন্নয়ন ও স্বাস্থ্য অধিদফতরের উর্ধ্বতন কর্মকর্তাগণও অনুষ্ঠানে বক্তৃত করেন।
এসএইচএস/এমআরআই