গাবতলীতে ‘বন্দুকযুদ্ধে’ ডাকাত নিহত

ঢামেক প্রতিবেদক
ঢামেক প্রতিবেদক ঢামেক প্রতিবেদক
প্রকাশিত: ১০:২৪ এএম, ২০ মার্চ ২০১৮
ছবি-ফাইল

রাজধানীর গাবতলীতে র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে বাদশা মিয়া (৩৫) নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় হানিফ (৪২) নামে আরও একজন গুলিবিদ্ধ হয়েছেন। র‌্যাবের দাবি হতাহতরা সংঘবদ্ধ ডাকাত দলের সদস্য।

জানা গেছে সোমবার দিবাগত রাত ৩টার দিকে দারুসালাম-গাবতলী বাসস্ট্যান্ডের অপর পাশে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। এ সময় গুলিবদ্ধ অবস্থায় দু’জনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়। পরে ভোর ৫টার দিকে চিকিৎসাধীন অবস্থায় বাদশা মারা যায়।

ঢামেক পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া জাগো নিউজকে জানান, র‌্যাব-১০ এর সদস্যরা গুলিবিদ্ধ অবস্থায় বাদশা ও হানিফ নামে দুই জনকে ঢামেকে নিয়ে আসে। ভোর সাড়ে ৫টার দিকে কর্তব্যরত চিকিৎসক বাদশাকে মৃত ঘোষণা করেন। অপর গুলিবিদ্ধ হানিফকে চিকিৎসা দেয়া হচ্ছে। ময়নাতদন্তের জন্য বাদশার মরদেহ মর্গে রাখা হয়েছে।

সাদ্দাম হোসাইন/এমএমজেড/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।