রাজধানীতে বিআরটিসি বাসের নতুন ৩ সার্ভিস

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০২:৪৭ পিএম, ১৯ মার্চ ২০১৮

স্বল্পোন্নত দেশের স্ট্যাটাস থেকে উন্নয়নশীল দেশে উত্তরণ উপলক্ষে সরকারি পরিবহন সংস্থা বিআরটিসি (বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন) আগামী ২৫ মার্চ থেকে ঢাকায় নতুন তিনটি সার্ভিস চালু করতে যাচ্ছে।

নতুন সার্ভিসগুলো হল- বিআরটিসি ঊষা সার্ভিস, বিআরটিসি উত্তরা সার্কুলার সার্ভিস ও বিআরটিসি অফিস যাত্রী সার্ভিস।

বিআরটিসির সচিব নুর-ই-আলম জাগো নিউজকে এ তথ্য জানান। তিনি বলেন, ‘যাত্রীদের সুবিধার কথা বিবেচনা করে আমরা এ উদ্যোগ নিয়েছি। আগামী ২৪ মার্চ শিল্পকলা একাডেমির সামনে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী নতুন সার্ভিসের উদ্বোধন করবেন।’

বিআরটিসি ঊষা সার্ভিস

লঞ্চ বা স্টিমারে আসা যাত্রীদের ভোর ৫টা থেকে বিআরটিসি বাসের মাধ্যমে সদরঘাট থেকে গন্তব্যে পৌঁছে দেবে এ সার্ভিস। তিনটি গাড়ি তিনটি রুট দিয়ে টঙ্গী পর্যন্ত যাবে।

বিআরটিসি উত্তরা সার্কুলার সার্ভিস

উত্তরার সম্প্রসারিত তৃতীয় পর্ব থেকে উত্তরার বিভিন্ন সেক্টরের মধ্যে চারটি মিনিবাসের মাধ্যমে আন্তঃসেক্টর যাত্রীদের এ সেবা দেয়া হবে।

বিআরটিসি অফিস যাত্রী সার্ভিস

খিলক্ষেতে মতিঝিলমুখী অফিসগামী যাত্রীদের বিড়ম্বনা দূর করতে সকাল ৭টা থেকে তিনটি ডাবল ডেকারের মাধ্যমে এ সেবা দেয়া হবে।

আরএমএম/এমএআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।