গভর্নিং বডির ভয়ে বিদ্যালয়ে যেতে না পারার অভিযোগ শিক্ষকদের


প্রকাশিত: ১১:৪৪ এএম, ২৫ জুলাই ২০১৫

গভর্নিং বডির সদস্যদের ভয়ে প্রতিষ্ঠানে যেতে না পারার অভিযোগ করেছেন কালাচাঁদপুর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা। শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তারা।

সংবাদ সম্মেলনে গভর্নিং বডির অবৈধ সদস্যদের অত্যাচার নির্যাতনের বিবরণ তুলে ধরে এর থেকে রক্ষা পাওয়া, জাতীয়করণ প্রক্রিয়া সম্পন্ন করা এবং বেতন বোনাসের সমস্যা সমাধানের জন্য প্রধানমন্ত্রী, শিক্ষামন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছেন প্রতিষ্ঠানটির এমপিওভুক্ত শিক্ষকরা।

প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এমএ রশীদ মিয়া বলেন, আজ আমাদের এখানে আসার কথা নয়। এখন আমাদের ব্যস্ত থাকার কথা ছিল কালাচাঁদপুর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ক্লাসরুমে শিক্ষার্থীদের পাঠদানের কার্যক্রমে। নিজেদের পছন্দের পেশাগত কাজ বাদ দিয়ে আমরা আপনাদের সাহায্য চাইতে এই সংবাদ সম্মেলন আয়োজন করতে বাধ্য হয়েছি।

সংবাদ সম্মেলনের প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ ছাড়াও উপস্থিত ছিলেন-  গভর্নিং বডির শিক্ষক প্রতিনিধি মতিয়ার রহমান হাওলাদার, বিদ্যালয়ের প্রতিষ্ঠাতার সন্তান জোবায়দা খানমসহ এমপিওভুক্ত শিক্ষকরা। সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর কাছে প্রতিষ্ঠানটি জাতীয়করণের জন্য জিও করার নির্দেশনা দিয়ে শিক্ষকদের এই বিপদ থেকে রক্ষা করার দাবি জানানো হয়।

এসএইচএস/এমআরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।