লাখো ভক্তের হৃদয়ে রক্তক্ষরণ!

মনিরুজ্জামান উজ্জ্বল
মনিরুজ্জামান উজ্জ্বল মনিরুজ্জামান উজ্জ্বল , বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ১২:২৬ এএম, ১৯ মার্চ ২০১৮

‘মনে হচ্ছিল দম বন্ধ হয়ে মারা যাবো। রুবেলের এক ওভারে ২২ রান দেয়ার পর সৌম্য সরকার যখন বোলিং এ আসে তখন বুক ধড়ফড় করছিল। বুক ভরে নিঃশ্বাস নিতে গিয়েও পারছিলাম না। শেষ ওভারে ছয় বলে ১২ রান। ৫ বলে ১১, ৪ বলে ১০, ৩ বলে ৯, ২ বলে ৫ ও শেষ বলে যখন ৫ রান দরকার তখনও জয়ের স্বপ্ন দেখছিলাম। কিন্তু শেষ বলে দিনেশ কার্তিকের ছয় হাঁকানোর পর স্কুলপড়ুয়া ছেলের চোখে জল দেখে মনে হচ্ছিল যেন হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে।’

রাজধানীর আজিমপুরের বাসিন্দা নাসির আহম্মেদ শ্রীলঙ্কায় অনুষ্ঠিত বাংলাদেশ ভারতের ফাইনাল খেলা দেখার পর এভাবেই মনো যন্ত্রণার কথা জানাচ্ছিলেন। নাসির আহম্মেদ বলছিলেন, বাংলাদেশ জিতলে আজ (রোববার) সপরিবারে ঢাকা শহরে ঘুরে বেড়াবো পরিকল্পনা করেছিলাম কিন্তু শেষ বলে স্বপ্নভঙ্গ হলো।

ফাইনাল ম্যাচে জয়ের দ্বারপ্রান্তে এসে এভাবে বাংলাদেশের পরাজয়ে নাসির আহম্মেদের মতো লাখো ক্রিকেট ভক্তের হৃদয়ে নিরবে রক্তক্ষরণ হয়।

বিজ্ঞাপন

রাজধানীর বিভিন্ন পাড়া মহল্লায় আজ জায়ান্ট স্ক্রিন লাগিয়ে হাজারো দর্শক খেলা দেখেছেন। খেলা শুরুর পর সরেজমিন শাহবাগ ঘুরে দেখা গেছে, বাংলাদেশ দলের ভালো ব্যাটিং ও বোলিং এর সময় তারা উল্লাসে ফেটে পড়েছেন। কিন্তু খেলা যত শেষের দিকে গড়িয়েছে ততই অজানা অাতঙ্ক ভর করেছে দর্শকদের মাঝে। তবুও জয়ের স্বপ্নে বিভোর ছিলো লাখো কোটি দর্শক। কিন্তু পরাজয়ের পর অনেককে মাথা নিচু করে থাকতে দেখা যায়।

পরাজয়ের পর টিএসসির সামনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিবিএর ছাত্র জামিল হোসেন এ প্রতিবেদকের সঙ্গে আলাপকালে বলেন, বাংলাদেশের পরাজয় কিছুতেই মানতে পারছি না। রুবেল কেন এতো রান দিলো বুঝলাম না। শেষ বলেও যেদিক দিয়ে ছয় হলো সেখানেও কোনো ফিল্ডার ছিলনা। সব মিলিয়ে খুব কষ্ট হচ্ছে। আজ রাতে ঘুমাতে পারবো না। দুঃস্বপ্ন হয়ে ফিরে আসবে এ পরাজয়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এমইউ/জেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।