উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে রুয়েট শিক্ষিকা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০১:৪২ এএম, ১৮ মার্চ ২০১৮

নেপালে ইউএস-বাংলার বিমান বিধ্বস্তে আহত ১০ বাংলাদেশির মধ্যে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) সহকারী অধ্যাপক ড. ইমরানা কবির হাসিকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর পাঠানো হয়েছে।

কাঠমান্ডু মেডিকেল কলেজ (কেএমসি) হাসপাতালের বরাত দিয়ে নেপাল প্রবাসী আশিক কাঞ্চন জানান, তাকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। শনিবার রাত ১১টা ৫৫ মিনিটে (স্থানীয় সময়) এয়ার অ্যাম্বুলেন্সে করে ইমরানা কবীর হাসিকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর পাঠানো হয়।

এদিকে নেপালে বাংলাদেশ দূতাবাস থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আহত ১০ বাংলাদেশির মধ্যে সাত জনকে কাঠমান্ডু ছাড়ার অনাপত্তিপত্র দেয়া হয়েছে।

গত ১২ মার্চ (সোমবার) ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইট নেপালের কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় পাশের একটি ফুটবল মাঠে বিধ্বস্ত হয়। ৬৭ যাত্রী ও চার ক্রুসহ ৭১ জন আরোহী ছিলেন ওই ফ্লাইটে। এর মধ্যে ৪৯ জন নিহত হয়েছেন। তাদের মধ্যে বাংলাদেশের চার ক্রুসহ ২৬, নেপালের ২২ ও চীনের একজন যাত্রী রয়েছেন। আহতদের মধ্যে ১০ জন বাংলাদেশি, ১১ জন নেপালি ও একজন মালদ্বীপের।

এআর/জেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।