মাগুরায় অস্বচ্ছল কৃতি শিক্ষার্থীদের বৃত্তি প্রদান


প্রকাশিত: ১০:০৪ এএম, ২৫ জুলাই ২০১৫

মাগুরা জেলা পরিষদ মিলনায়তনে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় কৃতি ও অস্বচ্ছল ৭৫ জন শিক্ষার্থীদের মাঝে শনিবার এককালীন বৃত্তি দেওয়া হয়েছে। জেলা পরিষদের প্রশাসক সৈয়দ শরিফুল ইসলাম প্রধান অতিথি হিসেবে এ বৃত্তির টাকা ও পুস্তক শিক্ষার্থীদের হাতে তুলে দেন।

মাগুরা জেলা পরিষদের আয়োজনে প্রত্যেক শিক্ষার্থীকে নগদ আড়াই হাজার টাকা ও ডিকশানারি দেওয়া হয়। অনুষ্ঠানে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা গোকুল কৃষ্ণের সভাপতিত্বে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ মো. শাহাজ উদ্দিন, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (এডিসি) মো. শাহাদাত হোসেন, জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ ফজলে আলম প্রমুখ।

মো. আরাফাত হোসেন/এমজেড/এমআরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।