নীলফামারীতে ছবিসহ ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু


প্রকাশিত: ০৯:২০ এএম, ২৫ জুলাই ২০১৫
ফাইল ছবি

নীলফামারীর ছয় উপজেলায় ছবিসহ ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু হয়েছে শনিবার সকাল ৯টা থেকে। প্রথম স্তরের প্রথম পর্যায়ে সৈয়দপুর উপজেলার ৫ ইউনিয়ন ও একটি পৌরসভা ও ডিমলা উপজেলার ১০ ইউনিয়নে এই কার্যক্রম শুরু করা হয়। হালনাগাদ কার্যক্রমে ৬শ জন গণনাকারী এবং ১১৯জন সুপারভাইজার কাজ করছেন।

জেলা নির্বাচন অফিস সূত্র জানায়, প্রথম স্তরের তিন পর্যায় এবং দ্বিতীয় স্তরের দুই পর্যায়ে সম্পন্ন হবে হালনাগাদ কার্যক্রম। ভোটারদের জীবন বৃত্তান্ত সংগ্রহে প্রথম স্তরের প্রথম পর্যায়ে সৈয়দপুর ও ডিমলা, দ্বিতীয় পর্যায়ে ডোমার ও সদর উপজেলা এবং তৃতীয় পর্যায়ে কিশোরগঞ্জ ও জলঢাকা উপজেলা এবং নতুন ভোটারের ছবি তোলার ক্ষেত্রে দ্বিতীয় স্তরের প্রথম পর্যায়ে সৈয়দপুর, ডিমলা ও কিশোরগঞ্জ ও দ্বিতীয় পর্যায়ে সদর, ডোমার ও জলঢাকা উপজেলায় কার্যক্রম সম্পন্ন হবে।

নীলফামারী জেলা নির্বাচন কর্মকর্তা জিলহাস উদ্দিন জানান, প্রথম স্তরে ১৯৯৮ সালের ১ জানুয়ারি বা তার আগে জন্মগ্রহণকারী নাগরিকদের নিবন্ধন কেন্দ্রে ছবি তোলা এবং দ্বিতীয় স্তরে ২০০০ সালের ১ জানুয়ারি বা তার আগে জন্মগ্রহণকারী নাগরিকদের নিবন্ধন কেন্দ্রে ছবি তোলার কাজ সম্পন্ন করা হবে।

তিনি জানান, শনিবার থেকে তথ্য সংগ্রহ করার কাজ শুরু হয়ে চলবে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত এবং প্রথম স্তরে ছবি তোলা ১১ আগষ্ট থেকে শুরু হয়ে ২০ অক্টোবর পর্যন্ত এবং দ্বিতীয় স্তরে ছবি তোলার কাজ ২২ অক্টোবর থেকে শুরু হয়ে ১৩ জানুয়ারি পর্যন্ত চলবে।

প্রসঙ্গত, নীলফামারী জেলায় ভোটার সংখ্যা রয়েছেন ১২ লাখ ৮৭১জন। এর মধ্যে পুরুষ ৬ লাখ ২ হাজার ৪০৮ জন এবং নারী রয়েছেন ৫ লাখ ৯৮ হাজার ৪৬৩ জন।  

জাহেদুল ইসলাম/এসএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।