ইয়েমেনে সৌদির বিমান হামলায় নিহত ১২০


প্রকাশিত: ০৯:১৬ এএম, ২৫ জুলাই ২০১৫

ইয়েমেনের তায়িজ প্রদেশে সৌদি আরবের চালানো বিমান হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১২০ জনে দাঁড়িয়েছে। শুক্রবার সন্ধ্যায় সৌদি আরব ইয়েমেনের দক্ষিণাঞ্চলীয় এই শহরে হামলা চালায়।

নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় একটি সূত্র জনায়, আল-মুখা জেলায় সৌদি বিমান থেকে ২০০টি আবাসিক ইউনিটের ওপর বিমান হামলা চালানো হয়েছে। এসব ভবনে ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ার ও টেকনিশিয়ান বাসবাস করতেন।  

আল-মাসিরা স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল জানাচ্ছে, শুক্রবারের বিমান হামলায় অন্তত ১৫০ জন আহত হয়েছে। ওই এলাকা থেকে আসা খবরে বলা হচ্ছে-বিমান হামলায় নিহতদের বেশিরভাগই এতটাই মারাত্মকভাবে পুড়ে গেছে যে, তাদেরকে শনাক্ত করা যাচ্ছে না। নিহতদের মধ্যে নারী, শিশু ও বয়স্ক লোকজন রয়েছেন।

এসকেডি/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।