ঈদের আগেই বকেয়া বেতন পরিশোধের দাবি


প্রকাশিত: ০৮:৪৮ এএম, ২৮ সেপ্টেম্বর ২০১৪

ঈদের আগেই তোবাসহ সকল পোশাক শ্রমিকদের বকেয়া বেতন-বোনাস পরিশোধের দাবিতে সমাবেশ করেছে গার্মেন্টস শ্রমিক সংহতি। জাতীয় প্রেস ক্লাবের সামনে রোববার দুপুরে এক সমাবেশে এ দাবি জানানো হয়।

সভাপতির বক্তব্যে গার্মেন্টস শ্রমিক সংহতির সমন্বয়ক তাসলিমা আখতার বলেন, সরকার ২৮ সেপ্টেম্বর ও ২ অক্টোবরের মধ্যে শ্রমিকদের সকল বকেয়া বেতন-বোনাস এবং ছুটি দেওয়ার জন্য মালিকদের প্রতি আহবান জানিয়েছেন। কিন্তু শ্রমিকেরা এখনও নিশ্চিত নয়, মালিকেরা সরকারে এই আহবান শুনবে কিনা।

আরও বক্তব্য দেন সংগঠনের সদস্য সচিব জুলহাসনাইন, দীপক রায়, গণসংহতি আন্দোলনের নেতা বাচ্চু, বিপ্লবী নারী সংহতির আরিফা সুলতানা, ছাত্র ফেডারেশনের সাদিক রেজা প্রমুখ। তারা অবিলম্বে শ্রমিকদের বকেয়া বেতন-বোনাস প্রদানের দাবি জানান।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।