যান্ত্রিক ত্রুটির কারণে আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্রের একটি ইউনিট বন্ধ
যান্ত্রিক ত্রুটির কারণে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ বিদ্যু কেন্দ্রের একটি ইউনিটের উৎপাদন বন্ধ রয়েছে। শনিবার দুপুর ১২টার দিকে বিদ্যুৎকেন্দ্রের ২নং ইউনিটের উৎপাদন বন্ধ হয়ে পড়ে।
এছাড়াও বিদ্যুৎকেন্দ্রের ২২৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্লান্ট যান্ত্রিক ত্রুটির কারণে দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে। এই দুটি ইউনিট বন্ধ থাকার কারণে জাতীয় গ্রিডে প্রায় ২৮৯ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ হ্রাস পেয়েছে বলে জানা গেছে।
আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্রের কারিগরী বিভাগ সূত্রে জানা যায়, দুপুরে বিদ্যুৎকেন্দ্রের ২নং ইউনিটের এয়ার প্রি-হিটারের মোটরটিতে ত্রুটি দেখা দেয়। এরপর এই ইউনিটের উৎপাদন বন্ধ হয়ে পড়ে। কারখানা কর্তৃপক্ষ ত্রুটি সারানোর জন্য ইতিমধ্যে কাজ শুরু করেছে।
আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্রের ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) মো. সাজ্জাদুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, বন্ধ ইউনিটটি চালু করার চেষ্টা চলছে।
আজিজুল আলম সঞ্চয়/এসএস/এমএস