গ্যাটলিনকে বার্তা দিলেন বোল্ট
বেইজিংয়ে আসন্ন বিশ্বমিটের আগে বোল্ট-গ্যাটলিন নিয়ে ক্রীড়াবিশ্বে চলছে তুমুল উন্মাদনা। কে হবেন বিশ্বচ্যাম্পিয়ন? সে আলোচনাকে আরো ঘি ধেলে দিলেন বোল্ট। ফর্ম নিয়ে সব আশঙ্কা উড়িয়ে লন্ডন ডায়মন্ড অ্যানিভারসারি মিটে ১০০ মিটার মাতালেন উসাইন বোল্ট! ৯.৮৭ সেকেন্ডে সোনা জিতলেন এই গতিদানব।
সম্প্রতি দোহায় গ্যাটলিন নিজের সেরা সময়ের রেকর্ড ভেঙে ১০০ মিটার শেষ করেন ৯.৭৪ সেকেন্ডে। অপর দিকে নানা চোটে জর্জরিত বোল্ট যেন নিজেকে হারিয়ে খুঁজছিলেন। শুক্রবারের আগে চলতি বছরে এই জামাইকান ১০.১২ সেকেন্ডের কম সময়ে ১০০ মিটার শেষ করতে পারেননি।
চলতি মৌসুমে জামাইকান ১০০ মিটার জিতলেন ৯.৮৭ সেকেন্ডে জিতে। ছয় সপ্তাহের চোট থেকে ফেরায় আশঙ্কা ছিল হিটেই না বোল্ট ছিটকে যান। কিন্তু বৃষ্টিভেজা ট্র্যাকে তার দৌড় দেখে টুইটারের প্রতিক্রিয়া, ‘দৌড়ল কোথায়। জগিং করার ঢঙেই তো প্রথম হল। এই না হলে বোল্ট!’ নিজের দৌড় সম্পর্কে বোল্ট বলেন, ‘খুব খারাপ শুরু করি। তবে শেষটা ভাল হল। এ বার সময় আরও কমানোয় মন দেব।’
অথচ দুদিন আগেই সবাই বোল্টকে কথা শুনাচ্ছিল। সাংবাদিকরাও একের পর এক বাউন্সার দিচ্ছিলেন তাকে। গ্যাটলিন যদি বিশ্ব চ্যাম্পিয়ন হন এমন প্রশ্নে অবশ্য বোল্ট করা জবাব দিয়ে বলেছিলেন, `আমি হেরে যাওয়ার কথা ভাবছি না। তাই এই প্রশ্নের উত্তর দেবনা।` আসলেই হারার আগে হারছেন না বোল্ট। ৯.৮৭ সেকেন্ডে দৌড় শেষ করে জানিয়ে দিলেন সঠিক পথেই আছেন তিনি।
এই প্রতিযোগিতায় দ্বিতীয় হয়েছেন মাইকেল রজার্স ৯.৯০ সেকেন্ডে এবং তৃতীয় বেইলি কোল ৯.৯২ সেকেন্ডে। লন্ডন ডায়মন্ড অ্যানিভারসারি মিটে জয়ের পর বেইজিংয়ে এখন সবাই একটি হাড্ডাহাড্ডি লড়াই আশা করছে।
আরটি/এমআর/এমএস