মাগুরায় যুবলীগের ২ গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ বৃদ্ধের মৃত্যু


প্রকাশিত: ০৫:২৫ এএম, ২৫ জুলাই ২০১৫

মাগুরা শহরতলীর দোয়ারপাড় এলাকায় গত বৃহস্পতিবার যুবলীগের দুই গ্রুপের সংঘর্ষে গুলি ও বোমায় আহত আব্দুল মোমিন ভূঁইয়া (৭০) শনিবার ভোরে মাগুরা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ ঘটনায় এলাকায় নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। এলাকায় পুলিশ টহল জোরদার করা হয়েছে।

উল্লেখ্য, বৃস্পতিবার বিকেলে শহরের দোয়ারপাড় এলাকায় যুবলীগ কর্মী আজিবর ও মুহম্মদ আলীর গ্রুপের সঙ্গে জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক কামরুল ভূঁইয়া গ্রুপের আধিপত্ত বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ হয়। এসময় গুলি ও হাত বোমার আঘাতে আব্দুল মোমিন, মিরাজ ও নাজমা বেগম নামের এক গৃহবধূ মারাত্মক আহত হন। বৃহস্পতিবার বিকেলেই তাদের মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আব্দুল মোমিন মারা যান।

মো. আরাফাত হোসেন/এমজেড/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।