ই-মেইলের জন্য নতুন অ্যাপ


প্রকাশিত: ০৪:০৪ এএম, ২৫ জুলাই ২০১৫

এবার সাধারণ মেসেজের মতো করেই মেইল ব্যবহারের সুযোগ করে দিচ্ছে সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান মাইক্রোসফট। ই-মেইলের জন্য সেন্ড নামে নতুন অ্যাপ চালু করার মধ্য দিয়ে গ্রাহকরা এই সেবাটি উপভোগ করতে পারবেন।

সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ও ইন্সট্যান্ট মেসেজিং সেবার কারণে ই-মেইল লেনদেন অনেকাংশে কমে গেছে। অধিকাংশই এখন মেইলের পরিবর্তে সামাজিক যোগাযোগ বা ইন্সট্যান্ট মেসেজিংয়ে বার্তা পাঠাতে স্বাচ্ছন্দ্য বোধ করছেন। এ প্রবণতার কারণে ই-মেইল ব্যবস্থা হুমকির মুখে পড়তে পারে বলে মনে করছেন বাজার বিশ্লেষকরা। ফলে নিজেদের সেবায় ভিন্নতা আনার চেষ্টা করে যাচ্ছে ই-মেইল সেবাদাতা প্রতিষ্ঠানগুলো।

সম্প্রতি মাইক্রোসফট সেন্ড নামের একটি বিশেষ অ্যাপ চালু করেছে। অ্যাপটি ব্যবহার করলে মেইল পাঠাতে সাবজেক্ট লাইন আর ব্যবহার করতে হয় না গ্রাহককে। মেইল লেখার সময় সাবজেক্ট লাইনই পাবেন না গ্রাহক। সরাসরি কন্টাক্ট লিস্ট ব্যবহারের সুযোগ পাবেন। এর মাধ্যমে গ্রাহক সাধারণ মেসেজিংয়ের মতো করেই ই-মেইল লেনদেন করতে পারবেন।

আপাতত অ্যাপটি আইওএসচালিত ডিভাইসগুলোর জন্য বাজারে ছাড়া হয়েছে। অ্যান্ড্রয়েড ও উইন্ডোজ ফোন সমর্থিত সেন্ড অ্যাপ শিগগিরই বাজারে ছাড়া হবে বলে প্রতিষ্ঠান সূত্রে জানানো হয়।

এসকেডি/এআরএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।