চার শতাংশের বেশি হজযাত্রী প্রতিস্থাপন করা যাবে না

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০২:৫৬ পিএম, ১৩ মার্চ ২০১৮

চলতি বছর হজে শতকরা চারভাগের বেশি হজযাত্রী কোনোভাবেই প্রতিস্থাপন করা যাবে না। এছাড়া আগামী ২৫ জুনের মধ্যে প্রতিস্থাপনের যাবতীয় কার্যক্রম সম্পন্ন করতে হবে।

মঙ্গলবার ধর্ম মন্ত্রণালয়ের সহকারী সচিব এস এম মনিরুজ্জামান স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞাপন

বিজ্ঞপ্তিতে বলা হয়, মৃত্যু ও গুরুতর অসুস্থজনিত কারণে জাতীয় হজ ও ওমরাহ নীতি ১৪৩৯ হিজরী (২০১৮ খ্রিস্টাব্দ) এর ৩.১.১৭ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী কোনো অবস্থাতেই শতকরা চারভাগের অধিক হজযাত্রী প্রতিস্থাপন করা যাবে না।

এছাড়া যৌক্তিক কারণ ছাড়া শতকরা চারভাগের বেশি হজযাত্রী প্রতিস্থাপনের আশায় যদি কোনো হজ এজেন্সি হজযাত্রী নিবন্ধন করে, সৌদি আরবে বাড়িভাড়া করে মোয়াল্লেম ফি প্রদান করেন অথবা এ বাবদ কোনো অর্থ ব্যয় করলে তাহলে ওই এজেন্সিকেই অার্থিক ক্ষতির সন্মুখীন হতে হবে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

জাগোনিউজের খবর পেতে ফলো করুন

উল্লেখ্য, গত ৬ মার্চ থেকে চলতি হজ মৌসুমের জন্য বেসরকারি ব্যবস্থাপনার অধীন হজযাত্রীদের নিবন্ধন শুরু হয়ে ১১ মার্চ শেষ হয়েছে। এছাড়া চলতি বছর হজে যাওয়ার ফ্লাইট শুরু হবে আগামী ১৪ জুলাই।

এমইউ/আরএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।