এসিসি-৩ সনদ পেয়েছে বিমান : বুধবার থেকে কার্গো পরিবহন শুরু

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০১:৫১ পিএম, ১৩ মার্চ ২০১৮

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স অত্যাবশ্যকীয় ‘এয়ার কার্গো সিকিউরিটি-৩’ (এসিসি-৩) সনদ পেয়েছে। মঙ্গলবার ভোরে এসিসি-৩ সনদ নবায়নের কপি বিমান কর্তৃপক্ষের কাছে পৌঁছেছে। একই সঙ্গে আগামীকাল (বুধবার) যুক্তরাজ্যের উদ্দেশে একটি কার্গো বিমান ছেড়ে যাবে।

বিষয়টি নিশ্চিত করে বিমানের কার্গো শাখার মহাব্যবস্থাপক আরিফ উল্লাহ জানান, আগামীকাল (বুধবার) সকাল ১০টা ৪৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইউকের উদ্দেশে বিজি-০০১ ছেড়ে যাবে। এছাড়া আজ (মঙ্গলবার) দুপুর ২টায় বিমান বিষয়টি আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমকে জানাবেন।

উল্লেখ্য, দুই বছর আগে বাংলাদেশ থেকে আকাশপথে কার্গো পরিবহনে নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র। তবে তাদের দেয়া শর্ত পূরণের ফলে গত ১৮ ফেব্রুয়ারি তা প্রত্যাহার করে নেয় দেশটি।

নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হলেও এসিসি-৩ সনদ নবায়ন না হওয়ায় যুক্তরাজ্যে কার্গো পরিবহন করতে পারছিল না বিমান। এ অবস্থায় ইউরোপিয়ান এভিয়েশন সিকিউরিটি এজেন্সির একজন অডিটরকে দিয়ে বিমানের কার্গো পরিবহনে নিরাপত্তার বিষয়টি পরিদর্শন করিয়ে নেয় যুক্তরাজ্য।

আরএম/আরএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।