বিএনপি ক্ষমতায় এলে মানুষের দুর্ভোগ বাড়ে : আইনমন্ত্রী
শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এলে দেশের মানুষের কল্যাণ হয় আর বিএনপি ক্ষমতায় এলে মানুষের দুর্ভোগ বাড়ে বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক।
শুক্রবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার গোপিনাথপুর ইউনিয়নের রামপুর উচ্চ বিদ্যালয় মাঠে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
আইনমন্ত্রী বলেন, বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট আন্দোলনের নামে যে হত্যাণ্ড চালিয়ে সেজন্য তাদের বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হবে।
বিএনপির সমালোচনা করে মন্ত্রী বলেন, বিএনপি এখন জনবিচ্ছিন্ন দল হয়ে গেছে, যত আন্দোলনই করুক না কেন সরকারের পতন ঘটাতে পারবে না বরং নিজেদের অভ্যন্তরীণ কোন্দলের কারণে বিএনপিই ভেঙে যাবে।
এ সময় বর্তমান সরকারের উন্নয়নের ফিরিস্তি তুলে ধরে মন্ত্রী বলেন, বর্তমান সরকারের আন্তরিক প্রচেষ্টায় বাংলাদেশ আজ নিম্মমধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে। উন্নয়নের ধারা অব্যাহত থাকলে অচিরেই বাংলাদেশ মধ্যম আয়ের দেশ হিসেবে পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাড়াবে।
গোপীনাথপুর ইউপি আওয়ামী লীগের সভাপতি আবদুল কাদির ভুইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, কসবা উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মো. আনিছুল হক ভূইয়া, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-আহ্বায়ক এমজি হাক্কানী, কাজী মো. আজহারুল ইসলাম, উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি মো. সফিকুল ইসলাম ভূইয়া রঙ্গু প্রমুখ।
আজিজুল আলম সঞ্চয়/এআরএ/পিআর