খালেদার কাগজ কুমিল্লা থেকে ঢাকা কারাগারে

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুমিল্লা
প্রকাশিত: ০৭:৫০ পিএম, ১২ মার্চ ২০১৮
ফাইল ছবি

কুমিল্লার চৌদ্দগ্রামে বাসে পেট্রলবোমায় ৮ যাত্রী হত্যা মামলায় কুমিল্লার আদালত থেকে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে জারি করা প্রজেকশন ওয়ারেন্ট (পিডব্লিউ) বিকেলে কুমিল্লার কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।

সোমবার সন্ধ্যায় তা বিধি মোতাবেক ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠিয়ে দেয়া হয়েছে বলে কুমিল্লা কারাগার সূত্রে জানা গেছে।

এ বিষয়ে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারের জেলার নাশির উদ্দিন জানান, কুমিল্লার আদালত থেকে আসা খালেদা জিয়ার প্রজেকশন ওয়ারেন্ট-সংক্রান্ত কাগজ আসার পর সন্ধ্যায় তা ঢাকা কেন্দ্রীয় কারাগার কর্তৃপক্ষের কাছে পাঠিয়ে দেয়া হয়েছে। আগামী ২৮ মার্চ বেগম খালেদা জিয়াকে আদালতে হাজির রাখতে আদালতের নির্দেশনা রয়েছে।

খালেদার আইনজীবী অ্যাডভোকেট কাইয়ুমুল হক রিংকু বলেন, পেট্রলবোমায় ৮ যাত্রী হত্যা মামলায় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নামে পিডব্লিউ ইস্যু করা হয়েছে। পরবর্তী ধার্য তারিখ ২৮ মার্চ।

কামাল উদ্দিন/এমএএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।