আইভরিকোস্ট ও কঙ্গো গেলেন সংসদীয় প্রতিনিধি দল


প্রকাশিত: ০৩:১৩ পিএম, ২৪ জুলাই ২০১৫

দশম জাতীয় সংসদের প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির দুটি প্রতিনিধিদল আইভরিকোস্টে জাতিসংঘ শান্তিরক্ষা মিশন (ইউনোসি) ও কঙ্গোতে জাতিসংঘ শান্তিরক্ষা মিশন (মনুস্কো) পরিদর্শনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন। শুক্রবার গণমাধ্যম পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতিনিধি দল দুটি বৃহস্পতিবার রাতে এমিরেটস এয়ারলাইন্সের একটি বিমানে হযরত শাহজালাল (রা.) আন্তর্জাতিক বিমান বন্দর থেকে ইউনোসি ও মনুস্কোর উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন।

আইভরিকোস্টে গমনকারী সাত সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্বে রয়েছেন প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মোহাম্মদ সুবিদ আলী ভূঁইয়া এমপি এবং কঙ্গোতে গমনকারী নয় সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্বে রয়েছেন একই মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মোহাম্মদ ফারুক খান এমপি।

এ দুই প্রতিনিধিদল দেশ দু’টিতে নিয়োজিত বাংলাদেশি শান্তিরক্ষীদের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করবেন। তাদের এই সফর মিশন এলাকায় কর্মরত বাংলাদেশি শান্তিরক্ষীদের মনোবল বৃদ্ধিতে সহায়ক ভূমিকা পালন করবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

এসকেডি/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।