হাজারীবাগে ছুরিকাঘাতে নিরাপত্তাকর্মী আহত

ঢামেক প্রতিবেদক
ঢামেক প্রতিবেদক ঢামেক প্রতিবেদক ঢাকা মেডিকেল
প্রকাশিত: ০১:১৫ পিএম, ১০ মার্চ ২০১৮

রাজধানীর হাজারীবাগে মোটরসাইকেল চোরের ছুরিকাঘাতে মুরাদ হোসেন (২২) নামে এক নিরাপত্তাকর্মী গুরুতর আহত হয়েছেন। স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করেছে।

স্থানীয়রা জানান, শনিবার ভোর ৫টার দিকে বউবাজারের বালুরমাঠ এলাকায় একটি ভবন থেকে শিবলু (২৮) নামে এক চোর মোটরসাইকেল নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় নিরাপত্তাকর্মী মুরাদ হোসেন বাধা দিতে গেলে ওই দুর্বৃত্ত তাকে ছুরিকাঘাত করে। পরে মুরাদের চিৎকারে আশপাশের লোকজন এসে শিবলুকে গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দেয়। তাকে পুলিশ হেফাজতে ঢামেকে ভর্তি করা হয়েছে। এ ছাড়া গুরুরত আহত নিরাপত্তাকর্মী মুরাদও ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন আছে। তার বাড়ি নোয়াখালীর বেগমগঞ্জে।

সাইদুর নামে এক ব্যক্তি জাগো নিউজকে বলেন, ‘পাশের বাসা থেকে চিৎকার শুনে দ্রুত বের হয়ে দেখি এক ব্যক্তি দারোয়ানকে ছুরি মেরে মোটরসাইকেল নিয়ে পালানোর চেষ্টা করছে। পরে আরও লোকজন আসলে তাকে ধরে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দিয়েছি’।

ঢামেক পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া জাগো নিউজকে বলেন, এ ঘটনায় দু’জনকেই হাসপাতালে ভর্তি করা হয়েছে। শিবলুকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে।

সাদ্দাম হোসাইন/এমএমজেড/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।