স্বর্ণ আত্মসাৎ : ১০ পুলিশ কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করছে দুদক
রাজধানীর সেগুন বাগিচায় দুদকের কার্যালয়ে স্বর্ণ আত্মসাতের ঘটনায় রাজধানীর বিভিন্ন জোনের ১০ পুলিশ কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের উপ-পরিচালক ও তদন্তকারী কর্মকর্তা যতন কুমার রায় তাদেরকে জিজ্ঞাসাবাদ করছেন। রোববার সকাল ১০টা থেকে তাদের জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে।
১০ পুলিশ কর্মকর্তা হলেন- ডেমরা জোনের এসি মাঈনুল ইসলাম, মতিঝিল জোনের এসি জুয়েল রানা, এ এসআই আবুল বাশার মিয়া, পুলিশ পরিদর্শক আবুয়াল খায়ের মাতাব্বর, পুলিশ পরিদর্শক মো. রফিকুল ইসলাম, নায়েক মো. সাখাওয়াত হোসেন, কনস্টেবল এ কে আজাদ, মো. বাবুল হাসান, কনস্টেবল মো. সাইফুল আলম ও কনস্টেবল নয়ন কুমার।
এর আগে গত বৃহস্পতিবার একই অভিযোগে খিলগাঁও জোনের এসি ইকবাল হোসেন, ডিএমপির গোয়েন্দা ও অপরাধ তথ্য বিভাগের নিরস্ত্র পুলিশ পরিদর্শক মো. ফজলুল হক, এসআই আব্দুল মান্নান, কনস্টেবল মো. দেলোয়ার হোসেন, মো. আব্দুর রহিম, এসআই এ এন এস নুরুজ্জামানসহ সাত পুলিশ কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করে দুদক।