শেখ হাসিনাকে ফোন, সহযোগিতা চান বিপ্লব দেব

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ০২:০৬ পিএম, ০৯ মার্চ ২০১৮

ভারতের ত্রিপুরার নবনির্বাচিত মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে টেলিফোন করে তার রাজ্যের উন্নয়নে বাংলাদেশের সহযোগিতা চেয়েছেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রেস সেক্রেটারি ইহসানুল করিম জানিয়েছেন, শপথ নেয়ার আগে আজ সকালে ত্রিপুরার নিবনির্বাচিত মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীকে টেলিফোন করেন।

ইহসানুল করিম বলেন, কথোপকথনে ভারতের উত্তরপূর্বাঞ্চলের রাজ্যের উন্নয়নে বাংলাদেশ সরকারের সহযোগিতা চান বিপ্লব দেব।

জবাবে শেখ হাসিনা বাংলাদেশের তরফ থেকে সহযোগিতার আশ্বাস দিয়েছেন। তিনি বলেছেন, ত্রিপুরার উন্নয়নে বাংলাদেশের তরফ থেকে পারস্পারিক সহযোগিতা অব্যাহত থাকবে।

ত্রিপুরা সরকার ও ত্রিপুরার মানুষকে অভিনন্দনও জানিয়েছেন শেখ হাসিনা।

১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় ত্রিপুরা সরকার ও ত্রিপুরার মানুষের সহযোগিতার কথা গভীর কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন শেখ হাসিনা।

ত্রিপুরার বিধানসভা নির্বাচনে বিপ্লব কুমার দেবের নেতৃত্বে বিজেপি অভাবনীয় জয় পেয়েছে। তিনি রাজ্য বিজেপির সভাপতির দায়িত্ব নিয়ে দুই বছরের মধ্যেই দলটিকে ঐতিহাসিক বিজয় এনে দেন।

৪৮ বছর বয়সী বিপ্লব কুমার দেব বাংলাদেশের চাঁদপুর জেলার কচুয়া উপজেলার সহদেবপুর পূর্ব ইউনিয়নের মেঘদাইর গ্রামের সন্তান। মুক্তিযুদ্ধের সময় তার বাবা-মা ত্রিপুরা চলে যায়। এরপর সেখানকার স্থায়ী বাসিন্দা হয়ে যান তারা। তবে তার আত্মীয়-স্বজন অনেকেই এখনও কচুয়ায় বসবাস করেন। তার চাচা প্রানধন দেব কচুয়া উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি। বাসস।

এনএফ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।