নাখালপাড়ায় গৃহবধূ হত্যায় মামলা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০১:০৭ পিএম, ০৯ মার্চ ২০১৮

রাজধানীর পশ্চিম নাখালপাড়ায় আমেনা বেগম (৬৫) নামে এক গৃহবধূকে কুপিয়ে হত্যা করার ঘটনায় থানায় মামলা হয়েছে (মামলা নং ১২)।

বৃহস্পতিবার রাতে অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে তেজগাঁও থানায় মামলাটি দায়ের করেন নিহতের বড় ছেলে বাবু আহমেদ।

তেজগাঁও থানার পরিদর্শক (তদন্ত) সেন্টু মিয়া জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে।

উল্লেখ্য, বৃহস্পতিবার দুপুর ২টার দিকে রাজধানীর পশ্চিম নাখালপাড়ার রসুল ভিলা নামে ২৮৮ নম্বর বাড়িতে ঢুকে মালিক আমেনা বেগমকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। বাড়ির দ্বিতীয় তলায় স্বপরিবারে থাকতেন তিনি।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহ উদ্ধার শেষে ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। এ ঘটনায় জড়িতদের কাউকে এখনও গ্রেফতার করতে পারেনি পুলিশ।

জেইউ/এমএমজেড/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।