পটুয়াখালীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের ৪ জনের মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি
প্রকাশিত: ১০:৫৩ এএম, ২৪ জুলাই ২০১৫
প্রতীকী ছবি

পটুয়াখালীর বাউফল উপজেলার ধলাপাড়া এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের চার জনের মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, আবদুল হাই (৫৫), তার দুই মেয়ে বীনা বেগম (২২) ও মহুয়া বেগম মৌ (২০) এবং আবদুলের বোনের স্বামী ইব্রাহীম (৪৫)।

ঘটনাস্থলে থাকা বাউফল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসাদুজ্জামান জাগো নিউজকে জানান, আবদুল হাই পুকুরে মাছ ধরতে নেমেছিলেন। এসময় পুকুরের উপর দিয়ে যাওয়া বিদ্যুতের তার ছিঁড়ে পানিতে পড়ে। এতে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। এসময় তার দুই মেয়ে ও ইব্রাহীম তাকে উদ্ধার করতে পানিতে নামলে একে একে চারজনই বিদ্যুতায়িত হয়ে মারা যান। এ ঘটনায় অপমৃত্যুর মামলা দায়ের করা হবে।

ওসি আরো জানান, বিদ্যুতের তার ছিঁড়ে যাওয়ার ব্যাপারে পল্লী বিদ্যুতের কারো অবহেলা বা গাফিলতি ছিল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

এদিকে, এ ঘটনায় পল্লী বিদ্যুতের কালিশুরী এরিয়া কার্যালয়ের ইনচার্জ সিদ্দিকুর রহমানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করেছে পটুয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতি।

সাইফ আমীন/এমজেড/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।