রাজধানীতে বাসের ধাক্কায় এসবি কনস্টেবল নিহত


প্রকাশিত: ১০:২৪ এএম, ২৪ জুলাই ২০১৫

রাজধানীর কারওয়ান বাজার এলাকায় মিরপুরগামী একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় মো. সোহেল রানা নামে পুলিশের বিশেষ শাখার (এসবি) এক কনস্টেবল নিহত হয়েছেন।
 
শুক্রবার দুপুর আড়াইটার দিকে কারওয়ান বাজারের বিআরবি ক্যাবল্স ইন্ড্রাস্ট্রির সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে।
 
দুর্ঘটনার পর মো. সোহেল রানাকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
 
ঘাতক বাসটিকে মিরপুর শেওরাপাড়া এলাকা থেকে পুলিশ সদস্যরা আটক করেছে বলে জানা গেছে।
 
নিহত সোহেল রানার ভোটার আইডি কার্ড সূত্রে জানা যায়, তার বাবার নাম খলিলুর রহমান। তিনি কুষ্টিয়ার পুলিশ লাইন এলাকার বাসিন্দা। তার বর্তমান ঠিকানা পাবনার রুপপুর, ঈশ্বরদী।
 
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন তেজগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) আশরাফুল। তিনি জানান, সোহেল রানা নামে ওই এসবি সদস্য মোটরসাইকেল চালিয়ে কারওয়ান বাজার হতে ফার্মগেট এলাকার দিকে যাচ্ছিলেন। এসময় মিরপুরগামী একটি যাত্রীবাহী বাস পেছন থেকে সজোরে ধাক্কা দিলে ফুটপাতের উপর পড়ে যান তিনি।

এসময় ওই রাস্তা দিয়ে নৌ বাহিনীর একটি বহর যাচ্ছিল। বহর থেকে নেমে লেফনেন্যান্ট নাঈম নামে এক নৌ অফিসার গুরুতর অবস্থায় সোহেল রানাকে উদ্ধার করে বিআরবি ক্যাবল্স ইন্ড্রাস্ট্রির নিরাপত্তাকর্মী মেহেদী হাসানকে সঙ্গে নিয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক মো. সোহেল রানাকে মৃত ঘোষণা করেন।
 
জেইউ/এইচ/একে/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।