মির্জাপুরে বাস খাদে পড়ে নিহত ২


প্রকাশিত: ১০:১৯ এএম, ২৪ জুলাই ২০১৫

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যাত্রীবাহী বাস খাদে পড়ে দুইজন নিহত হয়েছেন।এ সময় নারী ও শিশুসহ কমপক্ষে ২০ জন আহত হয়েছেন। আহতদের মির্জাপুর কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতরা হলেন, গাইবান্ধার গোবিন্দগঞ্জের শাহারুল (৩০) ও নীলফামারীর কিশোরগঞ্জের রোকনুজ্জামান (২৫)।

বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে মহাসড়কের মির্জাপুর উপজেলার সোহাগপাড়া নামকস্থানে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, বৃহস্পতিবার বিকেলে গাইবান্ধা থেকে ছেড়ে আসা ঢাকাগামী যাত্রীবাহী তিতাস এন্টারপ্রাইজের একটি বাস রাত সাড়ে ১১টার দিকে মহাসড়কের ওই স্থানে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তী খাদে পড়ে যায়। এতে নারী ও শিশুসহ কমপক্ষে ২৫ জন হন।

এ সময় আহতদের আর্ত চিৎকারে আশপাশের লোকজন ও হাইওয়ে পুলিশ এসে তাদের উদ্ধার করে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শাহারুল ও রোকনুজ্জামান মারা যান।

মির্জাপুর গোড়াই হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ূন কবীর বলেন, নিহতদের মরদেহ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

এস এম এরশাদ/এআরএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।