রাজধানীতে ঘরে ঢুকে গৃহবধূকে হত্যা
রাজধানীর পশ্চিম নাখালপাড়ায় ঘরে ঢুকে গৃহবধূকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। তাদের কাউকে এখনো গ্রেফতার করতে পারেনি পুলিশ।
বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে। নিহত গৃহবধূর নাম আমেনা বেগম (৫০)।
তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজাহারুল ইসলাম জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
ওসি জানান, ধারণা করা হচ্ছে তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। তার মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে।
তিনি বলেন, ময়নাতদন্তের জন্য নিহতের মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এআর/এসএইচএস/জেআইএম