বিএসএফের ৩১ সদস্য বাংলাদেশে প্রশিক্ষণ নেবেন
বাংলাদেশে প্রশিক্ষণ নিতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) ৩১ সদস্যের একটি প্রতিনিধিদল বেনাপোল চেকপোস্ট দিয়ে বাংলাদেশে এসেছেন। চট্টগ্রামের সাতকানিয়া বিজিবি ট্রেনিং সেন্টারে বিএসএফের এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে। ১০ দিনের প্রশিক্ষণ শেষে প্রতিনিধি দলটি ভারতে ফিরে যাবে।
শুক্রবার সকাল সাড়ে ১০টায় প্রতিনিধি দলটি বেনাপোল চেকপোস্টে এসে পৌঁছালে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) খুলনার সেক্টর কমান্ডার কর্নেল খলিলুর রহমানের নেতৃত্বে স্থানীয় বিজিবি কর্মকর্তারা ফুল দিয়ে তাদের স্বাগত জানান। পরে চেকপোস্ট বিজিবি ক্যাম্পে প্রতিনিধি দলের প্রধানকে বিজিবির পক্ষ থেকে গার্ড অব অনার প্রদান করা হয়।
যশোর ২৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্নেল জাহাঙ্গীর হোসেন জাগো নিউজকে জানান, বিএসএফের ৩১ সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন কলকাতা বিএসএফের ডিআইজি ক্লাস লাল সাহা ও ডিআইজি কোনাল মজুমদার। বিএসএফ প্রতিনিধি দলের নিরাপত্তা ও সফল প্রশিক্ষণের জন্য বিজিবি কর্মকর্তারা আন্তরিকভাবে কাজ করবেন।
মো. জামাল হোসেন/এমজেড/পিআর