আল্লাহ আমাদের দোয়া কবুল করেছেন : বিএনপি
বিএনপির মুখপাত্র ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন বলেছেন, আল্লাহ আমাদের দোয়া কবুল করেছেন। যার ফলে এবারে দেশে কোনো নৌ দূর্ঘটনা ঘটেনি। তবে প্রতিদিন ভয়াবহ সড়ক দুর্ঘটনায় বিপুল সংখ্যক মানুষের প্রাণহানি সরকার ও সরকারের সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর চরম ব্যর্থতা হিসেবে দেখছে বিএনপির এ নেতা। শুক্রবার সকাল সোয়া ১১টায় নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদত সম্মেলনে তিনি এ কথা বলেন।
রিপন বলেন, আমরা সবাই আল্লাহর কাছে দোয়া করছিলাম যাতে ঈদ ও ঈদপরবর্তীতে দেশে কোনো নৌ-দুর্ঘটনা না ঘটে। মানুষের প্রাণহানি যাতে না হয়। আল্লাহ আমাদের দোয়া কবুল করেছেন। এ জন্য আমরা তার কাছে শুকরিয়া জানাচ্ছি।
দেশের বর্তমান অবস্থা সম্পর্কে তিনি বলেন, দেশ থেকে হারিয়ে যাওয়া ৭৫ পূর্ববর্তী ভয়াবহ ডাকাতির ঘটনা আবারও ব্যাপকভাবে ফিরে এসেছে। কেবল ডাকাতি নয়, ডাকাতির সঙ্গে ব্যাপকহারে নারীদের সম্ভ্রমহানী ঘটানো হচ্ছে, যা এ্যালার্মিং বিষয়।
ক্ষমতাসীনদের উদ্দেশে আসাদুজ্জামান রিপন বলেন, দেশের কোথাও জনগণের জীবন ও জানমালের নিরাপত্তা নেই। সরকার চাইলে সব পারে। কারণ নির্বাচিত সরকার না হলেও তাদের কথায় ‘বন্দুক’ চলে। তাই জনগণের নিরাপত্তা দেওয়াও তাদের দায়িত্ব। সরকার জনগণের জানমালের দিকে খেয়াল করছে না। তাদের খেয়াল কী করে বিরোধীদলের নেতাকর্মীদের কিভাবে মামলা-হামলা দিয়ে হয়রানি করা যায়। জনগণের কথা, দেশের কথা চিন্তা করলে তারা রাস্তাঘাটের উন্নয়ন করত। সড়কের বেহালদশার দিকে খেয়াল করত। সড়ক দুর্ঘটনা শূন্যের কোটায় নিয়ে আসত।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, বিএনপি শিক্ষা বিষয়ক সম্পাদক খায়রুল কবির খোকন, নাজিম উদ্দিন আলম, সহ স্বেচ্ছাসেবক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন, সহ সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ, সহ দফতর সম্পাদক আসাদুল করিম শাহীন প্রমুখ।
এএইচ/এমএস