বিআরটিসির অগ্রিম টিকিট বিক্রি শুরু


প্রকাশিত: ০৫:৫৬ এএম, ২৮ সেপ্টেম্বর ২০১৪

পবিত্র ঈদুল আজহা ও পূজা উপলক্ষে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) অগ্রিম টিকেট বিক্রি আজ রোববার সকাল থেকে শুরু হয়েছে। ঈদ উৎসব ও পূজা উপলক্ষে ঘরমুখো যাত্রীরা আগামী ২ অক্টোবর থেকে ৫ অক্টোবরের অগ্রিম টিকেট নগরীর বিআরটিসি কাউন্টার থেকে সংগ্রহ করতে পারবেন।

বিআরটিসির বিশেষ সার্ভিসে ৪৬৬টি বাস বরাদ্দ করা হয়েছে। এসব বাস দেশের বিভিন্ন গন্তব্যে যাতায়াত করবে। যেসব স্থানে টিকেট পাওয়া যাবে: মতিঝিল ডিপো, জোয়ারসাহারা ডিপো, দ্বিতল বাস ডিপো, কল্যাণপুর ডিপো, উথলি বাস ডিপো, নারায়ণগঞ্জ ডিপো, গাজীপুর ডিপো এবং নরসিংদী বাস ডিপো।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।