আবারো গণতন্ত্রের দাবিতে উত্তাল হংকং


প্রকাশিত: ০৫:৫১ এএম, ২৮ সেপ্টেম্বর ২০১৪

হংকংয়ের অর্থনৈতিক প্রাণকেন্দ্রে গণতন্ত্রের দাবিতে শনিবার হাজার হাজার নাগরিক রাজপথে নেমে বিক্ষোভ প্রকাশ করেন। গণতন্ত্রপন্থী অকুপাই সেন্ট্রাল মুভমেন্ট এ বিক্ষোভের আয়োজন করে। খবর বিবিসির।

চীনা স্বায়ত্তশাসিত অঞ্চলটিতে গত শুক্রবার বিক্ষোভরত ৬০ জনেরও বেশি ছাত্রকে আটক করে পুলিশ। এরপরই অকুপাই সেন্ট্রালের নেতা বেনিতাই এ বিক্ষোভ আহ্বান করেন।

বেনিতাই এ দিন সরকারি সদর দফতরের বাইরে হাজারও জনতার উদ্দেশে ভাষণ দেন। আয়োজক দলের পক্ষ থেকে জানানো হয়েছে, এ বিক্ষোভে অন্তত ৬০ হাজার লোক অংশগ্রহণ করেছে।

এর আগে গণতন্ত্রের দাবিতে আগামী মাসে আন্দোলনের ঘোষণা দিয়েছিল অকুপাই। কিন্তু ছাত্র আন্দোলনের মাঝে হঠাৎ করেই শনিবার বিক্ষোভ করে দলটি। এ আন্দোলনে প্রচুরসংখ্যক শিক্ষার্থী অংশগ্রহণ করে।

আগামী ২০১৭ সালের নির্বাচন পূর্ণ গণতান্ত্রিক পদ্ধতিতে অনুষ্ঠানের দাবিতে গত সপ্তাহে হংকংয়ের রাজপথে আন্দোলনে নামে স্কুল ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। নির্বাচন নিয়ে বেইজিংয়ের সিদ্ধান্তের প্রতিবাদে ক্লাস বর্জন কর্মসূচিও পালন করছে তারা।

প্রসঙ্গত, সম্প্রতি বেইজিং হংকংয়ের সাধারণ নির্বাচনে জনগণের ভোটের বিষয়টি নিশ্চিত করলেও প্রতিদ্বন্দ্বী নির্বাচিত করার ক্ষমতা নিজেদের হাতে রেখে আইন প্রণয়ন করে। এরপরই হংকংয়ে পূর্ণ গণতন্ত্রের দাবি তোলা হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।