হাতিরঝিলে কিশোর খুন : আটক ৬
রাজধানীর হাতিরঝিলে ছুরিকাঘাতে মো. আরিফ(১৭) নামে এক কিশোর খুনের ঘটনায় জড়িত থাকার অভিযোগে ছয়জনকে আটক করেছে রমনা থানা পুলিশ।
আটককৃতরা হলেন, মো. আরিফ ওরফে কানা আরিফ(২০), হৃদয় হোসেন(১৪), মো. ইমরান(১৮), মো. রাহাত জামান(১৮), মো. সোহাগ(১৮) ও মো. আমীর হোসেন(১৮)।
পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. জামিনুর রহমান জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় নিহতের চাচা মো. শহীদ শেখ বাদী হয়ে রমনা থানায় মোট ১৭ জনের নাম উল্লেখ করে একটি মামলা (মামলা নং ৩৯) করেন। পরে রাজধানীর নয়াটোলা, আমবাগান ও মধুবাগ এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতরা ওই মামলার ইজাহারভুক্ত আসামী। তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে জেল হাজতে পাঠানো প্রক্রিয়া চলছে। আদালতে তাদের বিরুদ্ধে ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন জানানো হবে বলে জানান তিনি।
উল্লেখ্য, গত মঙ্গলবার পাড়ার সিনিয়র ভাইদের সামনে সিগারেট খাওয়ার মতো তুচ্ছ ঘটনার জের ধরে হাতিরঝিলে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে খুন হয়েছে কিশোর আরিফুল ইসলাম (১৬)। সে বাগেরহাট জেলার মোরেলগঞ্জের গাবতলী গ্রামের শহিদুল ইসলাম শেখের ছেলে। চাকরি করার জন্য ছয়মাস আগে আরিফ ঢাকায় মধুবাগের তার চাচা শহীদ শেখের বাসায় উঠেন। সে মালিবাগের আয়েশা শপিংমলের পলব পাঞ্জাবি বিতানে চাকরি করতেন।
জেইউ/এএইচ/এমএস