রাজন হত্যা : দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে প্রতিবেদন দাখিল


প্রকাশিত: ০৮:২৩ পিএম, ২৩ জুলাই ২০১৫

সিলেটে রাজন হত্যায় দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত শেষে প্রতিবেদন দাখিল করা হয়েছে। সিলেট মহানগর পুলিশ কমিশনার কার্যালয়ে বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে ঘটনা তদন্তে গঠিত কমিটি তাদের প্রতিবেদন জমা দেয়।

অভিযুক্ত দু’জন পুলিশ কর্মকর্তা হলেন জালালাবাদ থানার ওসি (তদন্ত) মো. আলমগীর হোসেন ও এসআই আমিনুল ইসলাম। এ দু’জনের বিরুদ্ধে নির্যাতনে নিহত রাজনের বাবার সঙ্গে দুর্ব্যবহার ও টাকার বিনিময়ে খুনিদের রক্ষার চেষ্টার অভিযোগ রয়েছে।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার রোকন উদ্দিনের নেতৃত্বে গঠিত তদন্ত কমিটির অন্য দুই সদস্য ছিলেন, অতিরিক্ত উপ-কমিশনার (দক্ষিণ) জেদান আল মুসা ও উপকমিশনার মুশফিকুর রহমান।

গত ১৪ জুলাই মহানগর পুলিশের পক্ষ থেকে তিন সদস্যের এই তদন্ত কমিটি গঠন করা হয়। তিন দিনের মধ্যে তদন্ত সম্পন্ন না হওয়ায় কমিটি তদন্তের মেয়াদ আরও পাঁচ দিন বর্ধিত করা হয়।

এসআরজে

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।