মুক্তিযোদ্ধার আত্মহত্যা : অভিযুক্ত সচিবকে ওএসডি করার দাবি
গত ৭ জুলাই চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার মুক্তিযোদ্ধা আইয়ুব খানের আত্মহত্যার ঘটনায় অভিযুক্ত সচিব এম এ হান্নানকে স্বপদে বহাল রেখে সুষ্ঠু তদন্ত সম্ভব নয় বলে মনে করেন মুক্তিযোদ্ধার সন্তানদের প্রতিনিধিত্বকারী সংগঠন ‘আমরা মুক্তিযোদ্ধার সন্তান’। সুষ্ঠু তদন্তের স্বার্থে আলোচিত ওই সচিবকে ওএসডি করার দাবি জানিয়েছে সংগঠনটি।
বৃহস্পতিবার সকাল ১১টায় ১০ বঙ্গবন্ধু এভিনিউস্থ ‘আমরা মুক্তিযোদ্ধার সন্তান’র কেন্দ্রীয় কার্যালয়ে সংগঠনের ত্রৈমাসিক সভায় বক্তারা এ দাবি জানান।
নেতৃবৃন্দ বলেন, ফৌজদারি অপরাধের অভিযোগে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে তদন্ত করার এখতিয়ার শুধুমাত্র আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরই রয়েছে। এক্ষেত্রে মন্ত্রণালয় কর্তৃক তদন্ত কমিটি গঠন করে কোন আইনগত সাংঘর্ষিক ঘটনার জন্ম দিলে বা প্রকৃত ঘটনা ধামাচাপা দিলে মুক্তিযোদ্ধার সন্তানরা তা মেনে নেবে না।
তারা বলেন, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব এম এ হান্নান স্বপদে বহাল থাকায় নিরপেক্ষ তদন্তকার্য ব্যহত হবে। সে কারণে তাকে ওএসডি করতে হবে।
সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি, সাবেক ছাত্রনেতা মো. হুমায়ুন কবির এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম নয়ন এর পরিচালনায় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রেসিডিয়াম সদস্য হাজি মো. এমদাদুল হক, মো. নুরুজ্জামান ভূট্টো, গাজী মো. শফিকুল ইসলাম, সহ-সভাপতি আমিনুল ইসলাম রিপন, মো. ওমর ফারুক, সাংগঠনিক সম্পাদক এড. এনামুল হক কাজল, প্রচার ও প্রকাশনা সম্পাদক শাহ পরান সিদ্দিক তারেক, কেন্দ্রীয় নেতা রুবিনা ইয়াসমিন অন্তরা, মো. বেলাল হোসেন প্রমুখ।
এসএইচএস/এমআরআই