কুষ্টিয়ায় গুলিবিদ্ধ ছাত্রলীগ কর্মীর মৃত্যু


প্রকাশিত: ০১:১১ পিএম, ২৩ জুলাই ২০১৫

কুষ্টিয়ায় সন্ত্রাসীদের গুলিতে আহত ছাত্রলীগ কর্মী শারুখ খান পিয়াসের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

পরিবারের অভিযোগ, ১০ জুলাই সন্ধ্যায় শহরের চাঁদাগাড়া মাঠে সন্ত্রাসী হাবির নেতৃত্বে টুটুল, আশরাফুল, মোশারফ তাকে গুলি করে। তার শরীরে দুইটি গুলিবিদ্ধ হয়। পরে তাকে বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এরপর বৃহস্পতিবার বিকালে তার মৃত্যু হয়। পিয়াসকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে দাবি করে তার পরিবার

পুলিশের একটি সূত্র জানায়, হত্যাকারীরা পিয়াসকে গুলি করার পর আতার শেল্টারে অবস্থান করতে থাকে।

এ ব্যাপারে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজগর আলী বলেন, পিয়াসের পরিবার বংশগতভাবে আওয়ামী পরিবার। আওয়ামী লীগের দুঃসময়ে তারা দলের সঙ্গে ছিলেন। তাদের একমাত্র সন্তান পিয়াস। যারা হত্যাকাণ্ডটি সংঘটিত করেছে তাদের বিচার দাবি জানায়।

এদিকে, শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা তার বিরুদ্ধে হত্যাকারীদের শেল্টার দেয়ার বিষয়ে আনা অভিযোগ অস্বীকার করেছেন।

এলাকাবাসী জানায়, হাবির নেতৃত্বে হত্যাকাণ্ড সংঘটিত হলেও তার বিরুদ্ধে মামলা হয়নি।

আল-মামুন সাগর/এআরএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।