দেশে ফিরলেন সালমারা


প্রকাশিত: ০৩:৪০ এএম, ২৮ সেপ্টেম্বর ২০১৪

এশিয়ান গেমসে দেশের হয়ে এখন পর্যন্ত একমাত্র পদক জয় করে দেশে ফিরেছেন প্রমীলা ক্রিকেটাররা। শনিবার রাত সাড়ে ১০টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সালমাদের বহনকারী বিমানটি অবতরণ করে।

ঠিক আধাঘণ্টা পর একে একে সালমা-জাহানারা ভিআইপি লাউঞ্জ দিয়ে বের হয়ে আসেন। বিমানবন্দরে তাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

৪ বছর আগে পাকিস্তানের কাছে স্বর্ণ খুইয়েছিলেন সালমারা। এবারও দক্ষিণ কোরিয়ার ইনচনে সেই পাকিস্তানের কাছেই ৪ রানে হারতে হয়েছে তাদের। এ হারের ক্ষত নিয়েই দেশে ফিরেছেন তারা।

বিমানবন্দরে নেমে প্রমীলা ক্রিকেট দলের কোচ গামাগে বলেছেন, ‘আমার যেটুকু প্রত্যাশা ছিল তার চেয়ে মেয়েরা অনেক ভাল ক্রিকেট খেলেছে। ফাইনালে দুভার্গ্যবশত আমরা হেরে গেছি। এ ছাড়া বৃষ্টি আমাদের কিছুটা ব্যাকফুটে ঠেলে দেয়। যেভাবে মেয়েরা এগিয়ে যাচ্ছে, আশা করি সামনের দিনগুলোতে তারা আরও ভাল ক্রিকেট খেলতে সমর্থ হবে।’

প্রমীলা দলের অধিনায়ক সালমা খাতুন বলেছেন, ‘কিছুটা হতাশা কাজ করছে। এবার আমরা স্বর্ণের খুব কাছে ছিলাম। কিন্তু খুব কাছে গিয়েও হারতে হয়েছে। এটা খুব হতাশজনক। তবে দলের সবাই ভাল খেলেছে। বিশেষ করে বোলিং ডিপার্টম্যান্ট অসাধারণ পারফর্মম্যান্স করেছে এ টুর্নামেন্টে।’

প্রসঙ্গত, ১৭তম এশিয়ান গেমনে বাংলাদেশের হয়ে একমাত্র পদক এসেছে ক্রিকেট ইভেন্ট থেকে। প্রমীলা ক্রিকেটারা রৌপ্যপদক জয় লাভ করে। সোমবার থেকে পুরুষ ক্রিকেটারদের খেলা অনুষ্ঠিত হবে। পুরুষ দল স্বর্ণ জয়ের মিশন নিয়ে শুক্রবার রাতে দক্ষিণ কোরিয়ার ইনচনের উদ্দেশে দেশ ছেড়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।