মিশরে জাহাজের ধাক্কায় নৌকা ডুবে নিহত ১৫
মিসরের নীল নদে বাগদান অনুষ্ঠানের একটি নৌকা ডুবে ১৫ জন নিহত হয়েছেন। এঘটনায় এখন পর্যন্ত নিখোঁজ রয়েছেন অন্তত ছয়জন। বুধবার মালবাহী একটি জাহাজ নৌকাটিকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। বৃহস্পতিবার বার্তাসংস্থা এএফপির বরাত দিয়ে বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, এক তরুণ জুটির বাগদান উপলক্ষ্যে বন্ধু এবং পরিবারের সদস্যরা মিলে একটি নৌকা ভাড়া করে অনুষ্ঠানের আয়োজন করে। নীল নদে তাদের নৌকাটিকে একটি মালবাহী জাহাজ ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ১৫ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে দুই শিশুর মরদেহ আছে। এছাড়া এখন পর্যন্ত অন্তত ছয়জন নিখোঁজ রয়েছেন।
মালবাহী জাহাজটির ক্যাপ্টেনকে আটক করা হয়েছে। নিহতদের মধ্যে যাদের বাগদানের আয়োজন করা হয়েছিল ওই জুটি আছে কি না তা নিশ্চিত করতে পারেনি কর্তৃপক্ষ।
এসআইএস/আরআই