দেশজুড়ে হ্যালো ডাক্তার কর্মসূচি চালু


প্রকাশিত: ০৯:০০ এএম, ২৩ জুলাই ২০১৫

রাজধানীসহ সারাদেশের স্বাস্থ্যসেবা কেন্দ্রে ডাক্তারের উপস্থিতি নিশ্চিত করতে স্বাস্থ্য মন্ত্রণালয় ‘হ্যালো ডাক্তার’ নামে একটি পরিবীক্ষণ কর্মসূচি চালু করেছে। এ কর্মসূচির আওতায় মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাগণ মাসে অন্তত দুইদিন আকস্মিকভাবে ল্যান্ডফোনের মাধ্যমে জেলা ও উপজেলা পর্যায়ের স্বাস্থ্যসেবাদানকারী প্রতিষ্ঠানসমূহে চিকিৎসকদের উপস্থিতি পরিবীক্ষণ করবেন।

এ লক্ষ্যে ‘হ্যালো ডাক্তার’ পরিবীক্ষণ কর্মসূচি পরিচালনার জন্য ৬৬ জন কর্মকর্তার সমন্বয়ে মনিটরিং সেল গঠন করা হয়েছে। সেল প্রধানের দায়িত্ব পালন করবেন একজন অতিরিক্ত সচিব। চলতি মাসের প্রথম সপ্তাহে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত এক অফিস আদেশ জারি হয়েছে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্বশীল কর্মকর্তারা জানান, কর্মস্থলে ডাক্তারদের উপস্থিতি নিশ্চিত করতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তাদের মাধ্যমে নিয়মিত পরিবীক্ষণ কার্যকর কৌশল হিসেবে কাজ করবে। বর্তমান সরকারের শাসনামলের দুই দফায় এ পর্যন্ত বিসিএস ও অ্যাডহকভিত্তিতে প্রায় ১০ হাজার ডাক্তার নিয়োগ দেয়া হয়েছে।

চাকরির শর্ত হিসেবে নিয়োগপ্রাপ্ত নবীন ডাক্তারদের প্রত্যেকের দুই বছর করে তৃণমূল পর্যায়ের স্বাস্থ্যসেবাকেন্দ্র্রে (উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র) দায়িত্ব পালন করার কথা। কিন্তু বাস্তবে তাদের অধিকাংশকেই কর্মস্থলে হাজির পাওয়া যায় না বলে অভিযোগ দীর্ঘদিনের।

কর্মস্থলে ডাক্তার না থাকায় সাবেক স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডা. আ ফ ম রুহুল হক জাতীয় সংসদে কয়েকবার বিভিন্ন এলাকার সাংসদের তোপের মুখে পড়েছিলেন। খোদ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) ও স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) বিভিন্ন অনুষ্ঠানে ডাক্তারদের কর্মস্থলে হাজির না থাকায় কঠোর সমালোচনা করেছেন। বর্তমান স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম যেকোনো মূল্যে চিকিৎসকদের কর্মস্থলে রাখার বিষয়টি চ্যালেঞ্জ হিসেবে নিয়েছেন।

স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, হ্যালো ডাক্তার কর্মসূচির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা প্রতি মাসে দুইবার টেলিফোনে পরিবীক্ষণ কার্যক্রমকালে তত্ত্বাবধায়ক/নিয়ন্ত্রণকারী কর্মকর্তা ছাড়াও প্রয়োজনে অন্য ডাক্তারদের সঙ্গে কথা বলবেন। হাজিরা খাতাসহ উপস্থিতি সংক্রান্ত যেকোনো কাগজ/দলিলাদি তাৎক্ষণিকভাবে ফ্যাক্স করতে বলবেন।
 
প্রশাসন-৪ অধিশাখা কর্তৃক সংযুক্ত ছকে হ্যালো ডাক্তার শীর্ষক পরিবীক্ষণ কার্যক্রম তদারকি করবেন। কর্মকর্তাদেরকে মন্ত্রণালয়ের কাজের পাশাপাশি পরিবীক্ষণ কার্যক্রম সম্পাদন করতে হবে। পরবর্তী মাসের ৫ তারিখের মধ্যে প্রত্যেককে প্রশাসন-৪ অধিশাখায় পরিবীক্ষণ প্রতিবেদন জমা দিতে হবে।

পরিবীক্ষণ ছকে স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের নাম, পরিচালক/তত্ত্বাবধায়ক/সিভিল সার্জন/ উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তার উপস্থিতি, অনুমোদিত পদ, পূরণকৃত পদ, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে উপস্থিত ও অনুপস্থিত ডাক্তারের সংখ্যা, অনুপস্থিত ডাক্তারের নাম, পদবি ও কোড নম্বর, অনুপস্থিতির মেয়াদ, অনুপস্থিতির কারণ ও ছুটির ধরন ও অননুমোদিত অনুপস্থিতির জন্য গৃহীত ব্যবস্থা প্রতিবেদনে উল্লেখ করতে হবে।

নিম্নের ছকের মাধ্যমে কে কোন প্রতিষ্ঠানের দায়িত্ব পালন করবেন তা দেখানো হলো:







এমইউ/বিএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।