‘আমরা কেউ চাই না খালেদা জিয়া জেলে থাকুক’

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৯:০০ পিএম, ২৬ ফেব্রুয়ারি ২০১৮
ফাইল ছবি

স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, আমরা কেউ চাই না বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া জেলে থাকুক। কেন আমরা চাইব? কারণ সবাইকে নিয়ে আমরা মাঠে খেলতে চাই। নির্বাচনে আমরা এককভাবে লড়াই করতে চাই না।

সোমবার জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনায় অংশ নিয়ে একথা বলেন তিনি। এ সময় সংসদের সভাপতিত্বে ছিলেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

এ সময় নাসিম বলেন, বিএনপিতে একজন মওদুদ সাহেব আছেন। তিনি বলেন- খালেদা জিয়া জেলে থাকায় নাকি ভোট বেড়েছে। তাহলে জামিন চান কেন, কেন কোর্টে যান? আপনি তাকে জেলের মধ্যে রেখে দেন না- অসুবিধা কী? এতো যদি ভোট বাড়ে তাহলে উনার (মওদুদ) ভাষায় ৩০ কোটি ভোটার খালেদা জিয়ার পক্ষে যাবে। তাহলে আমরা কোথায় থাকবো? আমাদের জামানতও থাকবে না। তারা এককভাবে সরকার গঠন করবে। সারা দুনিয়ায় রেকর্ড সৃষ্টি করবে। যদিও ভোট আছে ১০ কোটি। কিন্তু মওদুদ সাহেব বলেন, তারা ৩০ কোটি ভোট পাবেন। তাই মওদুদ সাহেব যখন কথা বলবেন চিন্তা-ভাবনা করে বলবেন।

তিনি বলেন, নেত্রী আদালতের মাধ্যমে জেলে গেছে। জেলখানা তো আমাদের জন্য দ্বিতীয় বাসগৃহ। আমরা রাজনীতি করায় যে কোনো কারণে জেলে যেতে পারি। আপনি জেলকে ভয় পান কেন? এত উদ্বিগ্ন কেন। আদালতের মাধ্যমে জেলে গেছেন, আদালতের মাধ্যমেই ইনশাআল্লাহ বের হয়ে আসবেন। আমরা কেউ চাই না খালেদা জিয়া জেলে থাকুক। কেন আমরা চাইব? কারণ সবাইকে নিয়ে আমরা মাঠে খেলতে চাই। আমরা কেন বার বার ওয়াক ওভার নেব? কারণ আমাদের রেকর্ড ভালো। শেখ হাসিনার উদ্যোগ অত্যন্ত ভালো।
আমরা দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছি। তাই কেন আমরা অন্যকে ভয় পাব। আপনি মাঠে আসেন না কেন? খেলেন। জিতেন। কিন্তু দয়া করে ফাউল করবেন না। ডিসেম্বরে ফাইনাল খেলা হবে।

খালেদা জিয়াকে উদ্দেশ্য করে নাসিম বলেন, আপনি বলছেন আন্দোলন করবেন। আন্দোলন করা আপনার পক্ষে সম্ভব না। কারণ জনগণ আন্দোলনে বিশ্বাস করে না। জ্বালাও-পোড়াও এ বিশ্বাস করে না।

তিনি বলেন, বেগম জিয়া, আপনার সঙ্গে যে আইনজীবীরা আছে এরা একবার আইনি ওকালতি করে আপনাকে বাড়ি ছাড়া করেছিল। বেগম জিয়া মনে রাখবেন, এরাই আবার আপনাকে বুদ্ধি পরামর্শ দিয়ে নির্বাচন থেকে বাইরে রাখবে। এ আইনজীবীদের কথা শুনবেন না। যদি তাদের কথা শুনেন তাহলে আপনাকে অনেক দিন জেলে থাকতে হবে।

এইচএস/জেএইচ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।