ক্যান্সার সম্পর্কে সচেতনতা সৃষ্টিতে রাষ্ট্রপতির গুরুত্বারোপ


প্রকাশিত: ০২:৫৯ পিএম, ০৬ জুলাই ২০১৪

রাষ্ট্রপতি আবদুল হামিদ দেশে ক্যান্সার রোগীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় এ রোগ সম্পর্কে সচেতনতা সৃষ্টির জন্য পদক্ষেপ গ্রহণের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেছেন। বঙ্গভবনে বাংলাদেশ ক্যান্সার সোসাইটির সভাপতি প্রফেসর মোল্লা ওবায়দুল্লাহ বাকির নেতৃত্বে সংগঠনটির একটি প্রতিনিধি দল রাষ্ট্রপতি সাথে এক সৌজন্য সাক্ষাত্ করতে এলে তিনি একথা বলেন।

বৈঠকে প্রতিনিধি দলটি সোসাইটির কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। এ  সময় তারা রাষ্ট্রপতি আব্দুল হামিদকে জানান যে, ১৯৭৮ সাল থেকে সোসাইটি\`র কার্যক্রম শুরু করেছে। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে এটি গতিশীল হয়েছে।

তারা আরও জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোসাইটিকে ১.৭৪ একর জমি বরাদ্দ দিয়েছেন। সোসাইটি একটি ৩২ শয্যাবিশষ্টি টিনশেডের হাসপাতাল পরিচালনা করছে। তবে ২৫০ শয্যাবিশষ্টি একটি হাসপাতাল নির্মাণের পরিকল্পনার তাদের রয়েছে।

রাষ্ট্রপতি আব্দুল হামিদ বড় বড় ব্যবসায়ী প্রতিষ্ঠান এবং ব্যাংক এই সোসাইটির উন্নয়নে যেন এগিয়ে আসতে পারে সেজন্য পদক্ষেপ গ্রহণ করতে প্রতিনিধি দলের সদস্যদের প্রতি আহ্বান জানান।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।