পরিবেশ বান্ধব জাহাজ নির্মাণে নানামুখী পদক্ষেপ : নৌমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৫:৩২ পিএম, ২৫ ফেব্রুয়ারি ২০১৮

দেশে পরিবেশ বান্ধব জাহাজ নির্মাণের পাশাপাশি পরিবেশ দূষণ রোধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেছেন নৌমন্ত্রী শাহজাহান খান।

তিনি বলেন, ইতোমধ্যে এ বিষয়ে নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছে সরকার।

রোববার বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের সম্মেলন কক্ষে আয়োজিত ‘শীপ ইমিশন কন্ট্রোল আন্ডার মার্পোল’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

এ সময় অন্যান্যের মধ্যে নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ আবদুস সামাদ, বিআইডব্লিউটিএ'র চেয়ারম্যান কমোডোর এম মোজাম্মেল হক, নৌপরিবহন অধিদফতরের মহাপরিচালক কমোডের সৈয়দ আরিফুল ইসলামসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নৌমন্ত্রী সামুদ্রিক পরিবেশ দূষণরোধে আন্তর্জাতিক নৌপরিবহন সংস্থার নিয়ম মেনে কার্যক্রম গ্রহণের নির্দেশনা দেন।

তিনি জলবায়ু পরিবর্তনে চ্যালেঞ্জ মোকাবেলায় সমন্বিত পদক্ষেপের কথা তুলে ধরে বলেন, দেশের জলসীমায় অভ্যন্তরীণ এবং বিদেশগামী জাহাজ থেকে নিঃসরিত কার্বনডাই অক্সাইড নিয়ন্ত্রণে নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছে সরকার।

এমইউএইচ/এএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।