মাটি খুঁড়তে গিয়ে মানুষের মাথার খুলি ও হাড়ের সন্ধান


প্রকাশিত: ০৩:৪৮ এএম, ২৩ জুলাই ২০১৫

ঝালকাঠির রাজাপুরের ইন্দ্রপাশা গ্রামের একটি টিলা থেকে মানুষের মাথার খুলি ও হাড় উদ্ধার করা হয়েছে। সালেহ নামের এক ব্যক্তি বুধবার তিল্লারবাড়ির টিলার মাটি খুঁড়তে গিয়ে মানুষের মাথার খুলি ও হাড় দেখতে পায়। পরে পুলিশ গিয়ে তা উদ্ধার করে স্থানীয় একটি কবরে মাটি চাপা দিয়ে রাখে।

রাজাপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) হারুন উর রশীদ জানান, মানুষের মাথার খুলি ও দেহের বেশকিছু স্থানের হাড় পাওয়া গেছে। তবে এগুলো অনেক পুরনো। কোনো অপরাধমূলক না হওয়া এগুলো মসজিদ সংলগ্ন একটি কবরস্থানে মাটিচাপা দিয়ে রাখা হয়।

ওসি আরো জানান, স্থানীয় কয়েকজন প্রবীণ ব্যক্তিদের সাথে আলাপ করে জানা গেছে এখানে শাহাদাৎ পীরসহ বেশ কয়েকজনের কবর রয়েছে। ধারণা করা হচ্ছে, তাদের শরীরের অংশ বিশেষ হতে পারে এগুলো। তবে যদি কেউ কোনো অভিযোগ দেয় তাহলে এই বিষয়টি তদন্ত করে দেখা হবে। এ ব্যাপারে রাজাপুর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।

এসএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।