শেয়ারবাজারে আসছে দেশের শীর্ষস্থানীয় ৩ কোম্পানি
আইপিও`র মাধ্যমে শেয়ারবাজারে আসছে দেশের শীর্ষস্থানীয় তিনটি কোম্পানি। কোম্পানি তিনটি হলো- রানার অটোমোবাইলস, বেঙ্গল প্লাস্টিক পাইপস লিমিটেড ও এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন লিমিটেড। কোম্পানিগুলোকে শেয়ারবাজারে আনছে আইডিএলসি ইনভেস্টমেন্ট লিমিটেড। আইডিএলসি সূত্রে এ তথ্য জানা গেছে।
ইতিমধ্যে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে আইপিওর আবেদন করা হয়েছে। নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন পেলে কোম্পানিগুলো আইপিওতে নতুন শেয়ার ইস্যু করে বাজার থেকে ভিন্ন ভিন্ন পরিমাণের মূলধন সংগ্রহ করবে। এর মধ্যে এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন লিমিটেড ও বেঙ্গল প্লাস্টিক পাইপস লিমিটেডের প্রস্তাব চূড়ান্ত পর্যায়ে রয়েছে। অপর কোম্পানি রানার অটোমোবাইলের রিভিউ চলছে বলে জানা গেছে।
এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন কোম্পানিটি পুঁজিবাজার থেকে ৫০ কোটি ১৯ লাখ ৬ হাজার টাকা তুলবে। কোম্পানিটি ১০ টাকা অভিহিত মূল্যের শেয়ারে ২০ টাকা করে প্রিমিয়াম চেয়েছে। আইপিওতে শেয়ারের বিক্রয় মূল্য ধরা হয়েছে ৩০ টাকা। বেঙ্গল প্লাস্টিক পাইপস লিমিটেড পুঁজিবাজার থেকে ৫৫ কোটি ২২ লাখ ৫০ হাজার টাকা তুলবে। ১৫ টাকা প্রিমিয়ামে কোম্পানিটির অফার প্রাইস ২৫ টাকা। আর রানার অটোমোবাইলস আইপিওর মাধ্যমে ৯৭ কোটি ৮২ লাখ ৫৯,৫০০ টাকা সংগ্রহ করবে। শেয়ার প্রতি ৩৫ টাকা প্রিমিয়ামসহ বিক্রি মূল্য প্রস্তাব করা হয়েছে ৪৫ টাকা।
আরআই