লালমাটিয়ায় ছুরিকাঘাতে সিকিউরিটি ম্যানেজার অাহত

ঢামেক প্রতিবেদক
ঢামেক প্রতিবেদক ঢামেক প্রতিবেদক
প্রকাশিত: ০২:৪৯ পিএম, ২৩ ফেব্রুয়ারি ২০১৮

রাজধানীর লালমাটিয়ায় একটি সিকিউরিটিজ কোম্পানির ম্যানেজার অাশিক শরীফকে ছুরিকাঘাত করেছে তার প্রতিষ্ঠানের সাবেক এক নিরাপত্তা প্রহরী। শুক্রবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। পরে হামলাকারী মোতালেবকে (২২) আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনগণ।

অাহতের স্বজনরা জানান, প্রহরী মোতালেব অাগে বিসমিল্লাহ সিকিউরিটিজ কোম্পানিতে চাকরি করতেন। সেখানে তার কার্মকাণ্ডের কারণে চাকরি হারাতে হয়। এতে ক্ষুব্ধ হয়ে ম্যানেজার শরীফের পেটের দু’পাশে ও হাতে ছুরিকাঘাত করে। মুমূর্ষ অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে সোহরাওয়ার্দী হাসপাতাল ও পরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যান।

ঢামেক পুলিশের উপ-পরিদর্শক বাচ্চু জানান, অাহত ব্যক্তিকে চিকিৎসা দেয়া হচ্ছে। কী কারণে এমন ঘটনা ঘটেছে তা এখনও জানা যায়নি।

আরএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।