৯ বছরে রাজশাহীতে পঞ্চম সফরে হাসিনা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক রাজশাহী
প্রকাশিত: ১২:১৯ পিএম, ২২ ফেব্রুয়ারি ২০১৮
ফাইল ছবি

আজ রাজশাহী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুপুর ২টার দিকে রাজশাহীর ঐতিহাসিক মাদরাসা ময়দানে আওয়ামী লীগের জনসভায় ভাষণ দেবেন তিনি। টানা দুই মেয়াদে প্রধানমন্ত্রী থাকাকালে রাজশাহীতে এটি পঞ্চম সফর আওয়ামী লীগ সভানেত্রীর।

২০০৯ সালে প্রধানমন্ত্রী হওয়ার পর শেখ হাসিনা প্রথম রাজশাহী সফর করেন ২০১১ সালের ২৪ নভেম্বর। ওই দিন শেখ হাসিনা রাজশাহীর ঐতিহাসিক মাদরাসা ময়দানে আওয়ামী লীগের জনসভায় ভাষণ দেন। প্রায় সাত বছর পর আজ শেখ হাসিনা ওই মাঠের জনসভায় প্রধান অতিথির ভাষণ দেবেন।

এর ৫ মাস আগে গত বছরের ১৪ সেপ্টেম্বর রাজশাহীর কাটাখালী চিনিকল মাঠে পবা উপজেলা আওয়ামী লীগের জনসভায় যোগ দেন শেখ হাসিনা। এছাড়া ২০১৩ সালের ৫ সেপ্টেম্বর রাজশাহী সফরকালে জেলার বাগমারায় এবং ২০১৪ সালের ৮ ফেব্রুয়ারি চারঘাটে আওয়ামী লীগের জনসভায় যোগ দেন তিনি।

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে এলাকার সড়ক-মহাসড়কে একটু পরপরই নির্মিত হয়েছে বড় বড় তোরণ। পাড়া মহল্লায় শোভা পাচ্ছে নেতাকর্মীদের ব্যানার-ফেস্টুন। জনসভার আগে তিনি রাজশাহীতে বেশ কিছু উন্নয়ন কাজের উদ্বোধন ও ভিত্তি প্রস্তর স্থাপন করবেন।

তথ্য প্রযুক্তির সহায়তায় শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে নির্বাচিত ‘বেসরকারি কলেজ (আইসিটি) সমূহের উন্নয়ন’ শীর্ষক প্রকল্পের আওতায় রাজশাহী মহানগরীর বঙ্গবন্ধু ডিগ্রি কলেজ, ৪তলা অ্যাকাডেমিক ভবন নির্মাণ। শহীদ এ এইচ এম কামারুজ্জামান ডিগ্রি কলেজের ৫তলা অ্যাকাডেমিক ভবন নির্মাণ, পবা উপজেলার দামকুড়া হাট কলেজের ৪তলা অ্যাকাডেমিক ভবন নির্মাণ, বাঘা উপজেলার আড়ানী ডিগ্রি কলেজ ৪তলা অ্যাকাডেমিক ভবন নির্মাণ। তানোর উপজেলার আবদুল করিম সরকার ডিগ্রি কলেজের ৪তলা অ্যাকাডেমিক ভবন নির্মাণ, বাগমারা উপজেলার বাগমারা কলেজের ৪তলা অ্যাকাডেমিক ভবন নির্মাণ ও পুঠিয়া উপজেলার বিড়ালদহ কলেজের ৪তলা অ্যাকাডেমিক ভবন নির্মাণের ভিত্তি প্রস্তর স্থাপন তিনি।

এছাড়া পুঠিয়া উপজেলায় বারনই নদীতে রাবার ড্যাম নির্মাণ। রাজশাহী (নর্থ) ১টি ফায়ার সার্ভিস স্টেশন নির্মাণ। রাজশাহী নওহাটা ফায়ার স্টেশন নির্মাণ। ইঞ্জিনিয়ারিং অ্যান্ড সার্ভে ইনস্টিটিউটের ভবন নির্মাণ। গোদাগাড়ী উপজেলাধীন উপজেলা সম্প্রসারিত প্রশাসনিক ভবন ও হল রুম নির্মাণ। রাজশাহী বিভাগীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের কার্যালয়ের নির্মাণ কাজ, রাজশাহীতে পুলিশের চন্দ্রিমা থানা, কাশিয়াডাঙ্গা থানা, কাটাখালী থানা, এয়ারপোর্ট থানা, পবা থানা, কর্ণহার থানা, দামকুড়া থানা ও বেলপুকুর থানা উদ্বোধন করবেন তিনি।

ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন-‘রাজস্ব খাতের আওতায় সরকারি প্রতিষ্ঠান সমূহে মেরামত ও সংস্কার কাজ’ শীর্ষক প্রকল্পের আওতায় রাজশাহী সরকারি মহিলা কলেজ এর ৬তলা বিশিষ্ট ছাত্রীনিবাস নির্মাণ (২৫০ শয্যা বিশিষ্ট); ‘বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা উন্নয়ন প্রকল্প, রাজশাহী জোন’ শীর্ষক প্রকল্পের আওতায় কাশিয়াডাঙ্গা ৩৩/১১ কেভি, জিআইএস, উপকেন্দ্র নির্মাণ কাজ, কাশিয়াডাঙ্গা, রাজশাহী। মেহেরচন্ডী ৩৩/১১ কেভি, জিআইএস, উপকেন্দ্র নির্মাণ কাজ, মেহেরচন্ডী, রাজশাহী রাজশাহী মহানগরীর রাজশাহী-নওগাঁ প্রধান সড়ক হতে মোহনপুর রাজশাহী-নাটোর সড়ক পর্যন্ত পূর্ব-পশ্চিম সংযোগ সড়ক নির্মাণ (১ম সংশোধিত) শীর্ষক প্রকল্পের আওতায় ৩২৪.৫০ মিটার ফ্লাইওভার নির্মাণ ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভোথিয়েটার, রাজশাহী’র স্থাপন’ শীর্ষক প্রকল্পের নির্মাণ কাজ।

চারঘাট উপজেলাধীন কৃষ্ণপুর হতে জাহাঙ্গীরাবাদ সড়কে ২৩০ মি. চেইনেজে বড়াল নদীর উপর ৯৬ মিটার পিএসসি গার্ডার ব্রিজ নির্মাণ। রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলাধীন বড়গাছি ও রাজাবাড়ী ইউনিয়ন ভূমি অফিস এবং চারঘাট উপজেলাধীন চারঘাট ও নন্দনগাছি ইউনিয়ন ভূমি অফিস নির্মাণ। রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন নির্মাণ। রাজশাহী জেলার দূর্গাপুর উপজেলাধীন মাড়িয়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র নির্মাণ ও বেসরকারি শাহমখদুম মেডিকেল কলেজের অ্যাকাডেমিক ভবন নির্মাণ কাজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।

ফেরদৌস সিদ্দিকী/এফএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।