রাষ্ট্রপতির সঙ্গে লেবাননে নবনিযুক্ত রাষ্ট্রদূতের সাক্ষাৎ


প্রকাশিত: ১২:৩৫ পিএম, ২২ জুলাই ২০১৫

লেবাননে নবনিযুক্তি বাংলাদেশের রাষ্ট্রদূত আবদুল মোতালেব সরকার রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। বৃহস্পতিবার বঙ্গভবনে সাক্ষাৎটি অনুষ্ঠিত হয়।

বৈঠকে রাষ্ট্রপতি লেবাননের সঙ্গে বাণিজ্য সম্পর্ক জোরদার করার জন্য রাষ্ট্রদূতকে পরামর্শ দেন।

এ সময় রাষ্ট্রপতি বাংলাদেশ থেকে লেবাবনে ওষুধ ও দক্ষ জনশক্তি রফতানি বৃদ্ধির উদ্যোগ নেয়ার জন্যও রাষ্ট্রদূতকে পরামর্শ দেন ।

এসকেডি/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।