শহীদ মিনারে জাগো নিউজের শ্রদ্ধা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০২:৩২ পিএম, ২১ ফেব্রুয়ারি ২০১৮

জাতিসংঘের ৭ম দাপ্তরিক ভাষা হিসেবে বাংলাকে অন্তর্ভুক্ত করার দাবি জানিয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে জাগোনিউজ২৪.কম। বুধবার সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে জাগো নিউজের সংবাদকর্মীরা শ্রদ্ধা নিবেদন করেন।

Jago-2

এ সময় উপস্থিত ছিলেন জাগো নিউজের সম্পাদক সুজন মাহমুদ, প্রধান বার্তা সম্পাদক মহিউদ্দিন সরকার, প্রধান প্রতিবেদক মনিরুজ্জমান উজ্জ্বল, সহকারী সম্পাদক ড. হারুণ রশিদ, উপ-প্রধান প্রতিবেদক সিরাজুজ্জামান, ফিচার সম্পাদক আরিফুল ইসলাম আরমান প্রমুখ।

Jago-2

এর আগে সকাল সাড়ে ৮টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) থেকে জাগো নিউজের প্রভাতফেরি শহীদ মিনারের উদ্দেশে যাত্রা শুরু করে। সাড়ে ১০টার দিকে শহীদ মিনারের মূল বেদিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

প্রভাতফেরি চলাকালে সাধারণ মানুষকে ‘জাতিসংঘে বাংলা চাই’ ক্যাম্পইনে ভোট দেওয়ার আহ্বান জানানো হয়।

Jago-2

উল্লেখ্য, বাংলাকে জাতিসংঘের ৭ম দাপ্তরিক ভাষা হিসেবে গ্রহণ করার দাবিতে চলছে ‘জাতিসংঘে বাংলা চাই’ অনলাইন ক্যাম্পেইন। এ ক্যাম্পেইনের মাধ্যমে আবেদন করতে পারবেন আপনিও। আবেদন করতে ভিজিট করুন : www.jagonews24.com/makebanglaofficial

এএ/আরএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।